শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সিপিআর বাঁচাবে প্রাণ

বাড়িতে, কাজের জায়গায় বা রাস্তাঘাটে হঠাৎ  কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে প্রাণ হারানোর কথা আমরা সবাই জানি। ৯০ শতাংশ কার্ডিয়াক অ্যারেস্ট-এর ঘটনা ঘটে হাসপাতালের বাইরে। 

সিপিআর বাঁচাবে প্রাণ

বাড়িতে, কাজের জায়গায় বা রাস্তাঘাটে হঠাৎ  কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে প্রাণ হারানোর কথা আমরা সবাই জানি। ৯০ শতাংশ কার্ডিয়াক অ্যারেস্ট-এর ঘটনা ঘটে হাসপাতালের বাইরে। একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে প্রতি মিনিটে বেঁচে থাকার সম্ভাবনা ১০ শতাংশ হারে হ্রাস পায়। অথচ  কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক চিকিত্‍সা দিয়ে এমন অসংখ্য রোগীর প্রাণ বাঁচানো সম্ভব।
সিপিআর যে কেউ শিখতে পারেন ও প্রয়োগ করতে পারেন। সম্প্রতি সিপিআর-এর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্যভবন ও পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে ৫০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে হাতেকলমে সিপিআর এবং আপৎকালীন প্রাথমিক চিকিত্‍সার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের (ক্যাজুয়ালটি সার্ভিস) অফিসার ডাঃ রবীন্দ্রনাথ প্রধান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অসীম নাথ প্রমুখ। রবীন্দ্রনাথবাবু দাবি করেন, ক্লাবস্তরেও এই প্রশিক্ষণের জন্য আবেদন আসছে। আমরা চাই আরও আবেদন আসুক ও প্রশাসনের সকল স্তরের কর্মীরাও এই প্রশিক্ষণ পান ও প্রাণ বাঁচানোর মতো মহত্‍ কর্মে যুক্ত হন।

রাশিফল