ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে চেলসি, ফ্লুমিনিজ, বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ চারে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ছন্দ ক্লাব বিশ্বকাপেও ধরে রেখেছে পিএসজি। শনিবার আটালান্টার স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করল প্যারিসের ক্লাবটি।

বর্তমান ওয়েবডেস্ক
জুলাই ৬, ২০২৫
ফ্লুমিনিজ- ২ : আল হিলাল- ১
পামেইরাস- ১ : চেলসি- ২
পিএসজি-২ : বায়ার্ন-০
নিউ ইয়র্ক: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ছন্দ ক্লাব বিশ্বকাপেও ধরে রেখেছে পিএসজি। শনিবার আটালান্টার স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করল প্যারিসের ক্লাবটি। শেষ দিকে পাচো ও লুকাস হার্নান্ডেজ লাল কার্ড দেখলেও জয় পেতে অসুবিধা হয়নি লুই এনরিকে-ব্রিগেডের। ম্যাচের দুই গোলদাতা ডুয়ে ও ওসুমানে ডেম্বেলে। তবে এদিন কোয়ার্টার-ফাইনালের এই ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে। পিএসজি গোলরক্ষক ডোনারুম্মার সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পেয়েছেন বায়ার্নের জামাল মুসিয়ালা।
শনিবার প্রথম মিনিট থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। দু’দলই একাধিক সুযোগ পেলেও গোল আসছিল না। আর প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগেই গুরুতর চোট পান মুসিয়ালা। পিএসজি গোলরক্ষকের সঙ্গে বল দখলের লড়াইয়ে ভেঙে যায় তাঁর গোড়ালি। যন্ত্রনায় কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জার্মানির তরুণ ভিডিও। ডোনারুম্মাও হতাশায় মুষড়ে পড়েন। তখন আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম রীতিমতো স্তব্ধ। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতিআক্রমণে লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে পিএসজি’কে এগিয়ে দেন ডুয়ে (১-০)। কিন্তু লিড নেওয়ার চার মিনিটের মধ্যেই প্রতিপক্ষ ফুটবলারকে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পিএসজি’র ডিফেন্ডার পাচো। নাটকীয়তা আরও বাকি ছিল। সংযোজিত সময়ে লাল কার্ড দেখেন লুকাস হার্নান্ডেজও। কিন্তু পিএসজি’র ৯ জন হয়ে পড়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বায়ার্ন। বরং মিনিট তিনেকের মধ্যেই হাকিমির পাস থেকে গোল করে প্যারিসের ক্লাবটির জয় নিশ্চিত করেন ওসুমানে ডেম্বেলে (২-০)।
অপর কোয়ার্টার-ফাইনালে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ফ্লুমিনিজ। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে জাল কাঁপান ম্যাথুজ মার্তিনেলি ও হার্কুলেস। আল হিলালের একমাত্র গোলদাতা মার্কোস লিওনার্দো। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চেলসি। দিনের অন্য কোয়ার্টার-ফাইনালে লন্ডনের ক্লাবটি ২-১ গোলে বশ মানায় ব্রাজিলের অপর ক্লাব পামেইরাসকে। ম্যাচের শুরুতেই দ্য ব্লুজকে এগিয়ে দেন কোল পামার। তবে দ্বিতীয়ার্ধে এস্তেভাওর লক্ষ্যভেদে সমতায় ফেরে পামেইরাস। এরপর ম্যাচের শেষ লগ্নে অগাস্টিন জিয়ার আত্মঘাতী গোলে শেষ চারের টিকিট নিশ্চিত করে চেলসি।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025