শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

কর্মস্থল হাওড়া থেকে ১৫০ কিমি দূরে বোলপুরে উদ্ধার নৈহাটির যুবকের দেহ, অপহরণের পর শ্বাসরোধ করে খুন?

কর্মস্থল হাওড়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের বোলপুরের শিবপুর মৌজার সুরথেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার সকালে উদ্ধার হওয়া মৃতদেহটি উত্তর ২৪ পরগনার নৈহাটির বিজয়নগরের বাসিন্দা অনিমেষ মিত্রের (৪৫)। 

কর্মস্থল হাওড়া থেকে ১৫০ কিমি দূরে বোলপুরে উদ্ধার নৈহাটির যুবকের দেহ, অপহরণের পর শ্বাসরোধ করে খুন?

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: কর্মস্থল হাওড়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের বোলপুরের শিবপুর মৌজার সুরথেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার সকালে উদ্ধার হওয়া মৃতদেহটি উত্তর ২৪ পরগনার নৈহাটির বিজয়নগরের বাসিন্দা অনিমেষ মিত্রের (৪৫)। প্রাথমিক তদন্তে পুলিস মনে করছে, তাঁকে অন্যত্র শ্বাসরোধ করে খুন করে বালপুরের ওই নির্জন এলাকায় মৃতদেহটি ফেলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। এদিন অনিষেমবাবুর স্ত্রী ও অপর এক আত্মীয় গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। হাওড়ার ফোরশোর রোডের তেলকল ঘাটের কাছে এক বিস্কুট কারখানায় অ্যাকাউন্টেটের কাজ করতেন অনিষেমবাবু। বৃহস্পতিবার দুপুরে কারখানার ১ লক্ষ ৭২ হাজার টাকা হাওড়া ময়দান এলাকার একটি ব্যাঙ্কে জমা করতে বের হয়েছিলেন তিনি। বিকেলের মধ্যে কারখানায় ফেরার কথা ছিল তাঁর। না ফেরায় একাধিকবার ফোন করে হলেও, তা সুইচড অফ অবস্থায় মলে। রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ না মেলায় কারখানা কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, অনিমেষবাবুর যাত্রাপথের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শেষবার বার্ন স্ট্যান্ডার্ড মোড় এবং পুলিস কমিশনারের বাংলোর মাঝামাঝি জায়গায় দেখা গিয়েছিল। দুই ব্যক্তির সঙ্গে একটি মোটর বাইকে চেপে যেতে দেখা গিয়েছে তাঁকে। তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন, নাকি তাঁকে অপহরণ করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে হাওড়া থেকে এত দীর্ঘ পথ অতিক্রম করে অনিষেমবাবু দেহ কীভাবে বোলপুরে মিলল, তার খোঁজখবরও শুরু হয়েছে। অনিমেষবাবুর পরিবারের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে নৈহাটির ৬ নম্বর বিজয়নগর কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত অনিমেষবাবু ১০ বছরের এক পুত্রের জনক। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর এ ঘটনায় হাওড়ার গোলাবাড়ি এলাকার এক যুবককে এদিন দুপুরে আটক করা হয়েছে। সিসি ক্যামেরায় যে দুই ব্যক্তির সঙ্গে অনিমেষবাবুকে মোটর বাইকে চাপতে দেখা গিয়েছিল, আটক যুবক তাদেরই একজন বলে পুলিস সূত্রের খবর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
পুলিস জানিয়েছে, বোলপুরের সুরথেশ্বর শিবমন্দির থেকে শ্রীনিকেতন যাওয়ার বাইপাস সংলগ্ন মাঠে মৃতদেহটি পড়ে ছিল। সকালে কাজে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিসকে। মৃতদেহ উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

রাশিফল