রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

ভারতের কোর্টে বল ঠেলে দায় এড়ানোর চেষ্টা বিলাবলের

ভারত সহযোগিতা করলে জঙ্গিদের প্রত্যর্পণে কোনও সমস্যা হবে না। সম্প্রতি এমনটাই জানালেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিপিপি প্রধান জানান, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে পারে দুই দেশ। 

ভারতের কোর্টে বল ঠেলে দায় এড়ানোর চেষ্টা বিলাবলের

ইসলামাবাদ: ভারত সহযোগিতা করলে জঙ্গিদের প্রত্যর্পণে কোনও সমস্যা হবে না। সম্প্রতি এমনটাই জানালেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিপিপি প্রধান জানান, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে পারে দুই দেশ। তারই অংশ হিসেবে হাফিজ সইদ ও মাসুদ আজহারদের প্রত্যর্পণের ব্যবস্থা করবে ইসলামাবাদ। জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পাকিস্তান। সেখানে রমরমা লস্কর-ই-তোইবা, জয়েশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির। দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। যদিও বরাবর তা অস্বীকার করে এসেছে ইসলামাবাদ। 
সম্প্রতি আল জাজিরায় একটি সাক্ষাৎকার দেন বিলাবল। সেখানে সইদ ও আজহারের প্রসঙ্গ উঠে আসে। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী জানান, ওই দু’জনের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে আর্থিক মদতের অভিযোগ রয়েছে। তবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে ভারতীয় সাক্ষীদের এসে পাকিস্তানের আদালতে বয়ান দিতে হবে। বিলাবলের কথায়, ‘দোষী  সাব্যস্ত করার ক্ষেত্রে বেশকিছু প্রাথমিক নিয়ম রয়েছে। ভারত তাতে রাজি হচ্ছে না। তবে ভারত সহযোগিতা করলে আশা করি জঙ্গিদের প্রত্যর্পণে কোনও বাধা থাকবে না।’ যদিও এক্ষেত্রে বিলাবল যে যুক্তি দেখিয়েছেন, তা আগেই একাধিকবার খারিজ করেছে ভারত। ২৬/১১ জঙ্গি হামলার পরে ইসলামাবাদকে প্রমানসহ হাজারের বেশি ডসিয়ার পাঠিয়েছে নয়াদিল্লি। তা সত্ত্বেও পাকিস্তান কোনও কড়া পদক্ষেপ নেয়নি।  পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। হামলা চলে জয়েশের সদর দপ্তরেও। তাতে আজহারের পরিবারের বহু সদস্যের মৃত্যু হয়। তবে জয়েশ প্রতিষ্ঠাতা পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছে। এই দাবি অবশ্য মানতে রাজি নন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, ও আফগানিস্তানে আছে। ও যে পাকিস্তানের মাটিতে রয়েছে সেসংক্রান্ত তথ্য ভারত দিলে পারলে খুশি মনে গ্রেপ্তার করবে পাকিস্তান।’

রাশিফল