সিতাইয়ে অ্যানথ্রাক্স সংক্রমণ নিশ্চিত, আজ শুরু গবাদি পশুর রিং টিকাকরণ
ব্রহ্মোত্তর চাত্রা সহ সিতাই ব্লকের একাধিক গ্রামে গবাদি পশুর রহস্যমৃত্যুর পর অবশেষে অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত হল। ফলে আজ, শুক্রবার থেকে শুরু হবে গবাদি পশুদের রিং ভ্যাকসিনেশন কর্মসূচি।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
সংবাদদাতা, দিনহাটা: ব্রহ্মোত্তর চাত্রা সহ সিতাই ব্লকের একাধিক গ্রামে গবাদি পশুর রহস্যমৃত্যুর পর অবশেষে অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত হল। ফলে আজ, শুক্রবার থেকে শুরু হবে গবাদি পশুদের রিং ভ্যাকসিনেশন কর্মসূচি। সংক্রমণ আটকাতে সংলগ্ন গ্রামগুলিকেও এই টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা আতঙ্কের পাশাপাশি স্বস্তিও ফিরে এসেছে প্রশাসনিক তৎপরতা দেখে।
সিতাইয়ের বিএলডিও প্রতাপ সিংহ বলেন, প্রাথমিকভাবে বুধবার থেকে টিকাকরণ শুরু করার পরিকল্পনা থাকলেও, পরীক্ষার চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছিল। অ্যানথ্রাক্স নিশ্চিত হওয়ায় শুক্রবার থেকে টিকাকরণ শুরু হবে। এই কর্মসূচি পর্যায়ক্রমে চালানো হবে সংক্রামিত এলাকা ও তার আশপাশের গ্রামগুলিতে।
সিতাই ব্লকের বিআর চাত্রা গ্রামে সম্প্রতি একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত্যুর আগে প্রত্যেকের শরীরে ছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। পরিবারটি জানায়, মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই তাঁদের বাড়ির গোরু ও ছাগল মারা যায় অজানা অসুখে। এরপর বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে গ্রামে।
এই প্রেক্ষাপটে প্রশাসনের পক্ষ থেকে মৃত পশুর লালা ও অন্যান্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এবং পরীক্ষায় অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়ে। রিপোর্ট হাতে পাওয়ার পরই বৃহস্পতিবার বিআর চাত্রা গ্রাম পঞ্চায়েতে একটি জরুরি বৈঠক করে প্রাণিসম্পদ দপ্তর এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। বুধবার রাজ্যের শীর্ষ স্বাস্থ্যকরাও গ্রামটি পরিদর্শন করেন।
ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা বর্মনের স্বামী বিকাশচন্দ্র রায় জানান, বৃহস্পতিবার প্রাণিসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে ঢেকিয়াজান, গাবুয়া, দেউখাতা এবং বিআর চাত্রা গ্রামে রিং ভ্যাকসিনেশন করা হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, টিকাকরণে চারটি দল কাজ করবে। প্রতিটি দলে একজন পশু চিকিৎসক ও প্রাণী মিত্র থাকবেন। মূলত সংক্রমণের কেন্দ্রস্থল ও তার চারপাশের গ্রামগুলিতে এই টিকাকরণ কর্মসূচি চলবে, যাতে সংক্রমণের সম্ভাব্য বিস্তার রোখা যায়। এই পদ্ধতিকেই বলে রিং টিকাকরণ। সিতাই সংলগ্ন দিনহাটা-১ ও শীতলকুচি থেকেও প্রাণী চিকিৎসকরা থাকবেন এই কর্মসূচিতে।
প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মতে, অ্যানথ্রাক্স একটি গুরুতর সংক্রমণ যা পশুদের মাধ্যমে মানুষের শরীরেও ছড়াতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আক্রান্ত বা সন্দেহভাজন পশুদের আশপাশের সব গবাদিপশুকে টিকা দেওয়া হবে। এই টিকাকরণ কর্মসূচি শেষ হওয়ার পর গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্লক প্রশাসন।
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 23, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- জুন 23, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 21, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 21, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 21, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 22, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 22, 2025