এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা
একের পর এক বিমান বাতিল। শুক্রবার দিনভর যাত্রী হয়রানি দেশের বিভিন্ন প্রান্তে। এদিন ৪টি আন্তর্জাতিক সহ মোট ৮টি উড়ান বাতিল করে এয়ার ইন্ডিয়া।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২১, ২০২৫
নয়াদিল্লি: একের পর এক বিমান বাতিল। শুক্রবার দিনভর যাত্রী হয়রানি দেশের বিভিন্ন প্রান্তে। এদিন ৪টি আন্তর্জাতিক সহ মোট ৮টি উড়ান বাতিল করে এয়ার ইন্ডিয়া। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল কারণে বিমানগুলির যাত্রা বাতিল করা হয়েছে। গত সপ্তাহেই আমেদাবাদের মেঘানিনগরে আছড়ে পড়ে এয়ারইন্ডিয়ার লন্ডনগামী বিমান। সেই ঘটনার পরেই বারবার এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। বুধবারও ৩টি আন্তর্জাতিক উড়ান বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। যাদের মধ্যে দু’টি বাতিল করা হয়েছিল বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পর। অন্যদিকে, এদিন দিল্লি থেকে পুনে যাওয়ার পথে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার একটি বিমান। অবতরণের পর যখন এআই২৪৭০ বিমানটি ফের যাত্রী নিয়ে দিল্লি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই বিষয়টি নজরে আসে। ফলে বাতিল করে দেওয়া হয় যাত্রা। হয়রানির শিকার হন দিল্লিগামী যাত্রীরা। পরিষেবায় বিঘ্ন ঘটার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। আমাদের কাছে যাত্রী ও ক্রু দের নিরাপত্তা সবার আগে’। যাত্রীদের দিল্লি যাওয়ার জন্য বিকল্প অন্য বিমানের বন্দোবস্ত করেছিল এয়ার ইন্ডিয়া। পাশাপাশি কোনও যাত্রী টিকিট বাতিল করলে পুরো টাকাটাই ফেরত পেয়েছেন।
related_post
অমৃত কথা
-
দৃষ্টি
- post_by বর্তমান
- জুলাই 18, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025