রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

রাজনীতির ঊর্ধ্বে স্বাস্থ্য-সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার অভিষেকের

‘সেবাশ্রয়’ কর্মসূচির মাধ্যমে ৭৫ দিন ধরে ১২ লক্ষ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনীতির ঊর্ধ্বে স্বাস্থ্য-সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সেবাশ্রয়’ কর্মসূচির মাধ্যমে ৭৫ দিন ধরে ১২ লক্ষ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই কেন্দ্রের অধীন সাতগাছিয়া এলাকার ১৪০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হল। রবিবার অভিষেক জানিয়েছেন, ‘সেবাশ্রয়’ কর্মসূচি চালু করার পর বিরোধীরা কটাক্ষ করেছিল খুব বেশি দিন এসব চলবে না বলে। এখন বিরোধীরা উত্তর পেয়ে গিয়েছে। ১৪০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। এটি ছোট হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর অঙ্গীকার, রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্য-সেবা পৌঁছে দেওয়া হবে। এদিকে, আগামী বুধবার ‘নিঃশব্দ বিপ্লব’ নামে একটি বই প্রকাশ করবেন অভিষেক। নিজের সংসদীয় এলাকায় ১১ বছরের উন্নয়নের খতিয়ান লিপিবদ্ধ থাকবে সেখানে।

রাশিফল