রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

প্রধান অতিথি আমির

চলতি বছর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা আমির খান। আগামী ১৪ আগস্ট শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

প্রধান অতিথি আমির

চলতি বছর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা আমির খান। আগামী ১৪ আগস্ট শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। সদ্য মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জমিন পর’। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন অভিনেতা। ইতিমধ্যে দর্শকমহলে প্রশংসিত হয়েছে ছবিটি। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তারা জানাচ্ছেন, ভারতীয় ছবির দুনিয়ায় আমিরের ভূমিকা অনস্বীকার্য। তাঁর সিনেম্যাটিক জার্নি প্রসঙ্গে আলোচনা করা হবে উৎসবে। আমির বলেছেন, ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের অংশ হতে পেরে আমি আপ্লুত। দর্শকের সঙ্গে যোগাযোগ করার এক অনন্য মাধ্যম এটি। অপেক্ষায় রয়েছি।’ বক্স অফিসেও ভালো ফল করছে ‘সিতারে...’। ১৩২ কোটির গণ্ডির পার করে ফেলেছে এই ছবি।   

রাশিফল