রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

কলেজের দেওয়ালে সজোরে ধাক্কা গাড়ির, বর সহ মৃত ৮

যোগীরাজ্যে বেপরোয়া গতির বলি হবু বর সহ একই পরিবারের আটজন। আরও দু’জন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

কলেজের দেওয়ালে সজোরে ধাক্কা গাড়ির, বর সহ মৃত ৮

সম্ভল (উত্তরপ্রদেশ): যোগীরাজ্যে বেপরোয়া গতির বলি হবু বর সহ একই পরিবারের আটজন। আরও দু’জন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলার জেওয়ানাই গ্রামে। জানা গিয়েছে, একটি বোলেরো এসইউভি করে বিয়ে করতে যাচ্ছিলন বর। সঙ্গে ছিল চার শিশু সহ আরও ৯ জন। বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি। জেওয়ানাই গ্রামের জনতা ইন্টার কলেজের কাছে আসতেই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেটি সোজা গিয়ে কলেজের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকি পাঁচজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে আরও তিনজন প্রাণ হারান। দু’জনকে আলিগড়ের হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশিফল