বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

পিজি-তে কর্মশালা

ল্যাপেরোস্কোপি পদ্ধতিতে হার্নিয়া অপারেশন শেখানোয় বিশেষ উদ্যোগ নিল পিজি হাসপাতাল

পিজি-তে কর্মশালা

ল্যাপেরোস্কোপি পদ্ধতিতে হার্নিয়া অপারেশন শেখানোয় বিশেষ উদ্যোগ নিল পিজি হাসপাতাল। সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব মিনিমাল অ্যাক্সেস সার্জেন অব ইন্ডিয়া (আমাসি)-র পূর্বাঞ্চলীয় বিভাগ ও এএসআই (পশ্চিমবঙ্গ)। এসএসকেএম-এর ওটি-তে দক্ষিণ ভারতের ল্যাপেরোস্কোপিক সার্জেন ডাঃ পার্থসারথি আর-এর কাছে হাতেকলমে যা শিখলেন পূর্বাঞ্চলের চিকিৎসকরা। উপস্থিত ছিলেন পিজি-র ডিরেক্টর ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়, জেনারেল সার্জারি বিভাগের প্রধান ডাঃ অভিমন্যু বসু ও সহকারী অধ্যাপক ডাঃ সিরাজ আহমেদ।