বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

লন্ডনের কাউন্সিলের শীর্ষপদে দুই বঙ্গসন্তান রোহিত ও ইমাম

ডঃ রোহিত দাশগুপ্ত ও ইমাম হক। শীঘ্রই লন্ডনের একটি সিভিক কাউন্সিলের শীর্ষপদে বসতে চলেছেন এই দুই কৃতী কলকাতার বাঙালি। 

লন্ডনের কাউন্সিলের শীর্ষপদে দুই বঙ্গসন্তান রোহিত ও ইমাম

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ডঃ রোহিত দাশগুপ্ত ও ইমাম হক। শীঘ্রই লন্ডনের একটি সিভিক কাউন্সিলের শীর্ষপদে বসতে চলেছেন এই দুই কৃতী কলকাতার বাঙালি। রোহিত সামলাবেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ারের দায়িত্ব। ভাইস চেয়ার পদে থাকবেন ইমাম। আগামী কাল কাউন্সিলের বার্ষিক বৈঠক। সেখানেই আনুষ্ঠানিকভাবে দু’জনের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হবে। রোহিত লন্ডন স্কুল অব ইকনমিক্সে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির অ্যাসোসিয়েট অধ্যাপক। কলকাতার ভবানীপুরের এই বঙ্গসন্তান ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। ২০১৮ সালে নিউহ্যামের কাউন্সিলার হিসেবে নির্বাচিত। ২০২২ সালে একই ওয়ার্ডে ফের জয়লাভ করেন। ২০১৭ সালের সাধারণ নির্বাচনে পূর্ব হ্যাম্পশায়ারে লেবার পার্টির প্রার্থীও হয়েছিলেন। বর্তমানে কিয়ের স্টারমারের দলের জাতীয় নীতি সংক্রান্ত ফোরামের অন্যতম সদস্য রোহিত।
২০০৫ সালে ব্রিটেন পারি দেন খিদিরপুরের বাসিন্দা ইমাম। রাজা তৃতীয় চার্লসের দেশে কলকাতা লন্ডন ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি। বাণিজ্য, শিক্ষা ও ক্রীড়া নিয়ে ভাবনাচিন্তা আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মঞ্চ এই প্রতিষ্ঠান। বর্তমানে নিউহ্যাম বোরোর ইস্ট হ্যামের কাউন্সিলারের দায়িত্ব সামলাচ্ছেন। ‘বর্তমান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দ্বিতীয়বার ভাইস চেয়ারের দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত। বাঙালি হিসেবে খুবই গর্ববোধ করছি। সমাজের উন্নতির লক্ষ্যে মিলেমিশে কাজ করব।’