মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার দুই

ফের সলমন খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা। কড়া নিরাপত্তা পেরিয়ে বান্দ্রা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দু’জন ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। 

সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার দুই

ফের সলমন খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা। কড়া নিরাপত্তা পেরিয়ে বান্দ্রা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দু’জন ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিস। প্রথম ঘটনাটি মঙ্গলবার সকালের। ছত্তিশগড়ের ২৩ বছর বয়সি যুবক জিতেন্দ্রকুমার হরিদয়াল সিং সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করে। তাকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। নিজেকে ‘সলমন অনুরাগী’ হিসেবে দাবি করে ওই যুবক ফের বাড়িতে ঢোকার চেষ্টা করে। তাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। তখন এক কর্মীর ফোন ভেঙে দেয় অভিযুক্ত। সন্ধ্যায় আবারও সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে জিতেন্দ্র। লুকিয়েছিল একটি গাড়ির পিছনে। তখনই তাকে আটক করে পুলিস। বৃহস্পতিবার সকালে খার এলাকার এক মহিলা অনুরাগীও বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করে। নিজেকে মডেল বলে দাবি করে অন্তত একবার সলমনের সঙ্গে দেখা করতে চায় সে। একাধিকবার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর রোষানলে পড়েছেন সলমন। তাঁর নিরাপত্তাও বারবার বৃদ্ধি করা হয়েছে। অভিনেতার বাড়ির বাইরে গুলি হামলার পর থেকে তাঁকে নিয়ে বাড়তি সতর্ক পুলিস, প্রশাসন। পাশাপাশি গতবছর বেশ কয়েকবার সলমনের কাছ থেকে টাকা চেয়ে হুমকি মেল এসেছে। ফের তাঁর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা কপালে ভাঁজ ফেলেছে অনুরাগীদের। দুই অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিস।