প্রাকৃতিক দুর্যোগের পর টাকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগে সরব তৃণমূল
মঙ্গলবার রাজ্যসভায় পাস হয়েছে বিপর্যয় মোকাবিলা (সংশোধনী) বিল, ২০২৪। এই বিলের উপর আলোচনায় অংশ নিয়েই এদিন মোদি সরকারকে কোণঠাসা করে রাজ্যের শাসক দল।

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার রাজ্যসভায় পাস হয়েছে বিপর্যয় মোকাবিলা (সংশোধনী) বিল, ২০২৪। এই বিলের উপর আলোচনায় অংশ নিয়েই এদিন মোদি সরকারকে কোণঠাসা করে রাজ্যের শাসক দল। দলের রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের পর কেন্দ্রের কাছে যে অর্থ সাহায্য চাওয়া হয়েছিল, তার প্রায় কিছুই মেলেনি। রাজ্যসভায় ঋতব্রত বলেন, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে পারছে না বিজেপি সরকার। তাই বাংলাকে বঞ্চনার পথে হাঁটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে বাংলার মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। জবাবি ভাষণে অবশ্য তৃণমূলের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঋতব্রতর নাম করেই তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নাকি কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না। এমন অভিযোগ করছেন দলের এমপি। কিন্তু ইউপিএ আমলের তুলনায় মোদি জমানায় ঢের বেশি অর্থ সাহায্য পেয়েছে বাংলা। ৩০০ শতাংশেরও বেশি অর্থ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করতে থাকেন তৃণমূল সাংসদরা। পরে তাঁরা ওয়াক-আউটও করেন। একে কটাক্ষ করে অমিত শাহ বলেন, বাংলায় সরকার আসে যায়। কিন্তু এদের ওয়াক আউটের সংস্কৃতি পাল্টায় না।
related_post
অমৃত কথা
-
কৃচ্ছ্রসাধনা
- post_by বর্তমান
- এপ্রিল 21, 2025
এখনকার দর
-
রূপোর দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
সোনার দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ইউরো (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
পাউন্ড (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ডলার (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
নিফটি ৫০ (২১/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025