ক্রমশ বেড়েছে সোনায় বিনিয়োগের প্রবণতা
বৈশাখ মাস, বিয়ের মরশুম। সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও গয়না কিনতে অলঙ্কারের দোকানগুলিতে ক্রেতা দের ভিড় লেগেই আছে। তবে গয়না কেনার পাশাপাশি সোনায় অর্থ বিনিয়োগের প্রবণতাও বেড়েছে।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫
সুব্রত ধর, শিলিগুড়ি: বৈশাখ মাস, বিয়ের মরশুম। সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও গয়না কিনতে অলঙ্কারের দোকানগুলিতে ক্রেতা দের ভিড় লেগেই আছে। তবে গয়না কেনার পাশাপাশি সোনায় অর্থ বিনিয়োগের প্রবণতাও বেড়েছে। শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার বাজার দেখে এমনই জানালেন স্বর্ণ ব্যবসায়ীরা। সেই সঙ্গে তাঁরা বিয়ের বাজার ধরতে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত বিভিন্ন রকম অফারও রেখেছেন। কেউ সোনার গয়নায় প্রতি গ্রামে ৩৩৩ টাকা, হিরের গয়নায় প্রতি গ্রামে ৬৬৬ টাকা করে ছাড় ঘোষণা করেছেন। যেকোনও অলঙ্কার কেনাকাটায় থাকছে ফ্রি গিফট।
বাঙালির বিভিন্ন উৎসবের মধ্যে একটি অক্ষয় তৃতীয়া। বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে শুভ বলেই মনে করেন আমবাঙালি। তাই এই দিনে বিভিন্ন ধরনের শুভকাজে হাত দেওয়া হয়। বিভিন্ন দোকানে লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। বিশেষ করে এই দিনটিতে সোনা ও রুপো কিনলে মা লক্ষ্মীর আর্শীবাদ মেলে বলেই অনেকের বিশ্বাস। তাই বিয়ের বাজার ধরতে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত স্বর্ণ ব্যবসায়ীরা ক্রেতাদের বিভিন্ন ধরনের সুযোগও দিয়েছেন।
কিন্তু লাগাতার সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। তাতে একটু চাপ যে ক্রেতাদের পকেটে পড়ছে না, তা নয়। কিন্তু সোনা ছাড়া বাঙালির চলবেও না। তাই দামের কথা ভুলেই প্রিয়জনের জন্য সোনা কিনছেন শহরবাসী। সোনাপট্টিতে একটি জুয়েলারি দোকানে গয়না দেখার ফাঁকে দেবীকা দাস নামে আশ্রমপাড়ার এক বধূ বলেন, ধনতেরসে সোনার গয়না কিনেছি। তাই অক্ষয় তৃতীয়াতেও সোনার গয়না কিনতে এসেছি। কিন্তু দাম অস্বাভাবিক। ইচ্ছা থাকলেও বড় কিছু কিনতে পারছি না। তবে ছোট মেয়ের জন্য আংটি কিস্তিতে কিনছি।
বিধান মার্কেটে একটি সোনার দোকানে আসা পূর্ব বিবেকানন্দপল্লির গৃহবধূ সোমা সরকার বলেন, এই দোকানের দীর্ঘদিনের ক্রেতা আমি। বাড়ির বিভিন্ন অনুষ্ঠানের গয়না এখান থেকেই নেওয়া হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে গোপাল ঠাকুরের মাথার চূড় কিনছি।
শহরের বিধান মার্কেট, সোনাপট্টি, হিলকার্ট রোড, বর্ধমান রোড, সিটি সেন্টার সহ বিভিন্ন প্রান্তের সোনার দোকানে গিয়ে ক্রেতাদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া মিলেছে। তবে অনেকে সোনায় টাকা বিনিয়োগ করছেন। বিধান মার্কেটেই একটি সোনার দোকানের হোলসেল ব্যবসায়ী দিলীপ রায় বলেন, হাতে কিছু টাকা আসায় সোনা কিনে রাখছি। এরপর যখন দাম কিছুটা বাড়বে, তখন সেই সোনা ছেড়ে দেব।
বিধান জুয়েলারি ওয়ার্কসের কর্ণধার প্রদীপ কর্মকার বলেন, তিন বছর ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রেগুলার কাস্টমাররা নিয়মিত বাজার সম্পর্কে খোঁজ নিচ্ছেন। সোনার দাম কমার অপেক্ষা করছেন। তবে সোনায় অর্থ লগ্নির প্রবণতা বেড়েছে। হাতে সামান্য টাকা এলেই এক শ্রেণির মানুষ সোনার গয়না কিনে রাখছেন। এরবাইরে ক্রেতাদের সুবিধার্থে আমরা পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত মিনিমাম দরে গয়না সরবরাহ করছি। অর্থাৎ বুকিংয়ের দিন সোনার দর ১০০ টাকা। ডেলিভারির দিন সেই দর ৮০ টাকা। এই ৮০ টাকা দরেই ক্রেতাকে গয়না দিচ্ছি। এজন্যই আমাদের এখানে বিয়ের বাজার জমজমাট।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025