কলকাতায় রেকর্ড ছুঁল রুপোর দর, কিলো প্রতি ১ লক্ষ ৬ হাজার টাকা
কয়েকমাসে রকেট গতিতে উপরে উঠেছে সোনার দর। তার সঙ্গে পাল্লা দিয়েছে রুপোও। কয়েকদিন ধরে সোনার দর কিছুটা স্থিতিশীল হলেও রুপোর ঊর্ধ্বগতি অব্যাহত।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১১, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকমাসে রকেট গতিতে উপরে উঠেছে সোনার দর। তার সঙ্গে পাল্লা দিয়েছে রুপোও। কয়েকদিন ধরে সোনার দর কিছুটা স্থিতিশীল হলেও রুপোর ঊর্ধ্বগতি অব্যাহত। সোমবার কলকাতার বাজারে খুচরো রুপোর দর গিয়েছে কেজি প্রতি ১ লক্ষ ৬ হাজার ৩৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। কলকাতার বাজারে এটাই রুপোর দামের সর্বোচ্চ রেকর্ড, দাবি করেছে স্বর্ণশিল্প মহল।
সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে গত মার্চেই রুপোর কেজি প্রতি দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। তারপর অবশ্য সেই দর ফের কিছুটা নেমে আসে। আবার ১০ গ্রাম পিছু সোনার দর এক লক্ষ টাকার দোরগোড়া থেকে ফিরে ৯৫ হাজার টাকার আশপাশে নেমে আসে। সোমবার ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর ছিল ৯৬ হাজার ৭০০ টাকা। অর্থাৎ আগের তুলনায় সোনার দাম সামান্য কমতির দিকে থাকলেও, রুপো ফের উপরের দিকে এগচ্ছে। কগেকদিন ধরেই এক লক্ষ টাকার উপরে রয়েছে রুপোর কেজি প্রতি দর।
কেন বাড়ছে রুপোর দাম? বিশেষজ্ঞরা বলছেন, যে-কারণে সোনার দাম বেড়েছে, সেই একই কারণে রুপোর দামও চড়া। সাম্প্রতিককালে আমেরিকার শুল্ক যুদ্ধ এবং আন্তর্জাতিক যুদ্ধ-পরিস্থিতি সোনার দামে আগুন লাগায়। বিশ্বের অর্থনীতি অস্থির হলে, লগ্নিকারীরা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে সোনা কেনেন। তার চাহিদা বাড়লে দাম বাড়ে। কম ঝুঁকির বিনিয়োগ হিসেবে রুপোও আন্তর্জাতিক মহলে একইভাবে গ্রহণযোগ্য। সেই কারণেই সোনার সঙ্গেই দাম বাড়ে রুপোরও। বর্তমানে আন্তর্জাতিক স্তরে লগ্নির বাজারে স্থিতিশীলতা বজায় নেই। সেই কারণেই রুপোর দাম চড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিন গাড়ি এবং হার্ডওয়্যারসহ শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা বৃদ্ধিও এই ধাতুর দামবৃদ্ধিতে কিছুটা ইন্ধন দিচ্ছে। অনেকেরই বক্তব্য, আগামী দিনে রুপোর দাম আরও বাড়তে পারে।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025