সোনম কাণ্ডের ছায়া: বিয়ের মাত্র একমাসের মধ্যে খাল থেকে উদ্ধার অন্ধ্রের যুবকের দেহ
রাজা রঘুবংশী খুনের ছায়া এবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। বিয়ের এক মাসের মধ্যে উদ্ধার হল স্বামীর দেহ। অভিযুক্ত মহিলা এবং তাঁর মাকে আটক করেছে পুলিস।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
হায়দরাবাদ: রাজা রঘুবংশী খুনের ছায়া এবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। বিয়ের এক মাসের মধ্যে উদ্ধার হল স্বামীর দেহ। অভিযুক্ত মহিলা এবং তাঁর মাকে আটক করেছে পুলিস। অন্ধ্রপ্রদেশ পুলিস জানিয়েছে, ১৮ মে ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হয় কুর্নুলের বাসিন্দা তেজেশ্বরের। ১৭ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার একটি খাল থেকে উদ্ধার হয় ৩২ বছর বয়সি তেজেশ্বরের দেহ। বেসরকারি সংস্থায় জমি জরিপের কাজ করতেন তিনি। পাশাপাশি, নৃত্য প্রশিক্ষকও ছিলেন তেজেশ্বর। তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের আগে থেকেই প্রেম ছিল ঐশ্বর্যর। এর পরেও তেজেশ্বরকে তিনি বিয়ে করেন। তাঁর মা সুজাতাই জামাই তেজেশ্বরকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করেন। ঐশ্বর্য এবং সুজাতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তবে তেজেশ্বরের পরিবারের অভিযোগ নিয়ে পুলিস কোনও মন্তব্য করতে চায়নি।
তেজেশ্বরের পরিবারের পক্ষে জানানো হয়েছে, ঐশ্বর্যর মা সুজাতা ব্যাঙ্কে চাকরি করেন। সেই ব্যাঙ্কেরই এক কর্মীর সঙ্গে ঐশ্বর্যর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পাশাপাশি তেজেশ্বর এবং আরও দু’জনের সঙ্গেও একইসঙ্গে প্রেম করতেন তিনি। এর মধ্যেই তেজেশ্বরকে বিয়ে করতে সম্মত হন ঐশ্বর্য। ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে সেই সময় ঐশ্বর্য আচমকাই নিখোঁজ হয়ে যান। ফিরে এসে তিনি তেজেশ্বরকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন। তেজেশ্বরকে এই বিয়ে করতে নিষেধ করে পরিবার। তবে বিয়ে করা নিয়ে অনড় থাকেন তেজেশ্বর। বিয়ের এক মাসের মাথায় এই ঘটনা। তেজেশ্বরের পরিবারের আক্ষেপ, ছেলে যদি সেদিন কথা শুনত, তবে এই দিন দেখতে হতো না।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025