মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আর জি করে দুর্নীতি মামলা: থেকে অব্যাহতির আর্জি সন্দীপ ঘনিষ্ঠের

আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবার মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আর্জি জানালেন। 

আর জি করে দুর্নীতি মামলা: থেকে অব্যাহতির আর্জি সন্দীপ ঘনিষ্ঠের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবার মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আর্জি জানালেন। শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তা নিয়ে একপ্রস্থ শুনানি হয়। এদিন সেখানে ওই ব্যবসায়ীর আইনজীবী দাবি করেছেন, হাসপাতালের দেওয়া টেন্ডার নিয়ে সিবিআই যে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলেছে তাঁর মক্কেলের বিরুদ্ধে, তা কোনওভাবেই ঠিক নয়। সমস্ত নিয়মকানুন মেনেই তাঁর মক্কেল টেন্ডারে অংশ নিয়েছিলেন। সেই মর্মে বেশকিছু নথি তুলে ধরে সওয়াল করেন ওই আইনজীবী।আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় যেসব অভিযুক্ত অব্যাহতি চেয়ে আর্জি জানিয়েছেন, তাঁদের আইনজীবীদের সওয়াল শেষ হলেই সিবিআইয়ের তরফে কৌঁসুলি তাঁর বক্তব্য‌ ঩পেশ করবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৯ মে।