বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

তুরস্ক দূতাবাসের সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের

২০২৩ সালের ভূমিকম্পের সময় ভারতের পাঠানো সাহায্য হাত পেতে গ্রহণ করলেও বর্তমানে তা সম্পূর্ণ ভূলে গিয়েছে তুরস্ক। ‘অপারেশন দোস্ত’-এর সেই দিন ভুলে এখন পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে তুরস্ক।

তুরস্ক দূতাবাসের সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৩ সালের ভূমিকম্পের সময় ভারতের পাঠানো সাহায্য হাত পেতে গ্রহণ করলেও বর্তমানে তা সম্পূর্ণ ভূলে গিয়েছে তুরস্ক। ‘অপারেশন দোস্ত’-এর সেই দিন ভুলে এখন পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে তুরস্ক। এই অভিযোগ তুলেই শুক্রবার নয়াদিল্লির চাণক্যপুরী এলাকায় তুরস্ক দূতাবাসের সামনে ধুন্ধুমার বাঁধালো গেরুয়া বাহিনী। এদিন একপ্রকার আচমকাই চাণক্যপুরী এলাকায় জড়ো হয় স্বদেশী জাগরণ মঞ্চ নামে একটি গেরুয়া সংগঠনের কয়েকশো নেতা, কর্মী। হাতে জাতীয় পতাকা, ‘বয়কট তুর্কি’ লেখা পোস্টার হাতে তারা এগিয়ে আসতে থাকে তুরস্ক দূতাবাসের দিকে। এমনকী গার্ডরেলের ব্যারিকেড ভাঙার চেষ্টাও হয়। ফলে উপস্থিত দিল্লি পুলিস কর্মীদের সঙ্গে প্রবল ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর জওয়ানও। পরে বিক্ষোভকারীদের আটক করে দিল্লি পুলিস। স্বদেশী জাগরণ মঞ্চের সদস্যদের দাবি, ‘অবিলম্বে তুরস্কের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক বাতিল করতে হবে মোদি সরকারকে। পাকিস্তানের মতো তুরস্ককেও সবক শেখানো প্রয়োজন।’ তুরস্ক দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছে। তুরস্কের দূতাবাসের কাছে শান্তিপথ চত্বর। সেখানেই পাকিস্তান হাইকমিশনের কার্যালয়। সেখানকার সুরক্ষাও বাড়ানো হয়েছে।