বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

পেনশন বৃদ্ধির দাবিতে অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের সভা আজ

 দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বেতন বাড়লেও, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের পেনশন বৃদ্ধিতে সায় দেয়নি কেন্দ্রীয় সরকার। 

পেনশন বৃদ্ধির দাবিতে অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের সভা আজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বেতন বাড়লেও, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের পেনশন বৃদ্ধিতে সায় দেয়নি কেন্দ্রীয় সরকার। তা নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও আশার আলো দেখেননি অবসরপ্রাপ্ত কর্মীরা। তাই তাঁদের দাবি আরও জোরালো করতে আজ মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ সভার আয়োজন করছেন তাঁরা। পেনশন বৃদ্ধির পাশাপাশি একাধিক দাবিতে তাঁরা আন্দোলন জোরালো করতে চলেছেন। তালিকায় আছে স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর বিষয়টিও।
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের সংগঠন বেঙ্গল প্রভিন্সিয়াল রিটায়ার্ড ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্রকুমার সাহা বলেন, পেনশন কাঠামোর সংস্কার আমাদের আইনসঙ্গত দাবি। পাশাপাশি আমরা চাই আমাদের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটির ভার লাঘব করুক কেন্দ্র। কিন্তু সেই দাবিগুলি এখনও কানে তুলতে রাজি নয় সরকার। সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতির কাছে যেমন দাবিসনদ পেশ করেছি, তেমনই লোকসভার স্পিকার, ব্যাঙ্কগুলির এমডি ও সিইও’র পাশাপাশি আড়াইশোর উপর সাংসদের কাছেও দরবার করেছি। এবার আমরা দেশের বড় শহরগুলিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। সংগঠনের সভাপতি সুবীরকুমার ব্রহ্মচারী বলেন, আজ মহাজাতি সদনে আমরা একটি বড় সভার আয়োজন করেছি, যেখানে অল ইন্ডিয়া ব্যাঙ্ক রিটায়ারিজ ফেডারেশনের সর্বভারতীয় কর্তারা উপস্থিত হবেন ও প্রতিবাদের ঝাঁঝ বাড়াবেন। আশা করব, দেশজোড়া প্রতিবাদে সরকার আমাদের দাবিগুলি মেনে নেবে।

রাশিফল