বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ফেজ-থ্রি ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন, আগামী বছরই বাজারে ডেঙ্গুর টিকা

আগামী বছরই বাজারে আসছে ডেঙ্গুর টিকা। আইসিএমআর এবং পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে একটি ভ্যাকসিন। 

ফেজ-থ্রি ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন, আগামী বছরই বাজারে ডেঙ্গুর টিকা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছরই বাজারে আসছে ডেঙ্গুর টিকা। আইসিএমআর এবং পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে একটি ভ্যাকসিন। সম্প্রতি তার ফেজ-থ্রি ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। ফলে যাবতীয় ছাড়পত্রের পর ২০২৬ সালে তা বাজারে এসে যাবে বলেই সরকারি সূত্রে খবর। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজিও (ডিবিটি) তৈরি করছে ডেঙ্গুর টিকা। ডেঙ্গুর এই ট্রেটাভ্যালেন্ট টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে সোমবার জানিয়েছে কেন্দ্র। 
আগামী এক-দু বছরের মধ্যে সেটিও সাধারণ মানুষের ওপর প্রয়োগের ছাড়পত্র আদায় করতে পারবে বলেই সোমবার জানালেন ডিএসটির সচিব ডঃ রাজেশ গোখলে। একইসঙ্গে তিনি জানান, ডেঙ্গুর পাশাপাশি চিকনগুনিয়া এবং ইনফ্লয়েঞ্জার প্রোটিন কেন্দ্রিক ভ্যাক্সিনও তৈরি হচ্ছে। চিকনগুনিয়া ভ্যাক্সিনের ফেজ-টু ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। উল্লেখ্য, কোভিড রোধে জাইকোভ ডি, কোরবেভ্যাক্স সহ নাকে ড্রপের মাধ্যমে মোট পাঁচটি ভ্যাক্সিন তৈরির কৃতিত্ব রয়েছে ডিবিটির। 
এদিন সাংবাদিক সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বর্ষার পূর্বাভাস থেকে ভূমিকম্প, ভ্যাক্সিন থেকে কাশ্মীরে অ্যারোমা (সুগন্ধি)র ল্যাভেন্ডর পার্পল রেভলিউশন অনেক কিছুই হয়েছে। এগিয়েছে বিজ্ঞানের গবেষণা। তারই ফলে ভূমিকম্পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর লক্ষ্যে বিশেষ সতর্কবার্তার ব্যবস্থা আবিষ্কার করা হয়েছে। 
মন্ত্রী বলেন, ভূমিকম্পর পূর্বাভাস দেওয়ার কোনও ব্যবস্থা গোটা বিশ্বেই আবিষ্কার হয়নি। তবে একই জায়গায় ভূমিকম্পের দ্বিতীয় তরঙ্গ (ওয়েভ) আসার আগেই সতর্ক হওয়ার ব্যবস্থা আবিষ্কারে জোর দেওয়া হয়েছে।  নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে এদিন সাংবাদিক সম্মেলন চলাকালীনই চেয়ার ভেঙে পড়ে যান কাউন্সিল অব সায়েন্টিক অ্যান্ড ইন্ড্রাসট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) সচিব ডঃ এন কলাসেলভি। যদিও তাঁর তেমন আঘাত লাগেনি। তড়িঘড়ি তাঁর চেয়ার বদলে দেওয়া হয়। তবে অস্বস্তিতে পড়ে যান মন্ত্রী। মোদি সরকারের সাফল্যের খতিয়ানের সাংবাদিক সম্মেলনে কুর্সি ভাঙা বলে কথা!

রাশিফল