মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

‘হেরা ফেরি’ ছাড়লেন পরেশ

বাবুরাও গণপত রাও আপ্তেকে নিশ্চয়ই ভুলে যাননি। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির এই চরিত্রে প্রাণ দিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। তবে এই চরিত্র কি আর দেখা যাবে না ফ্র্যাঞ্চাইজিতে? 

‘হেরা ফেরি’ ছাড়লেন পরেশ

বাবুরাও গণপত রাও আপ্তেকে নিশ্চয়ই ভুলে যাননি। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির এই চরিত্রে প্রাণ দিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। তবে এই চরিত্র কি আর দেখা যাবে না ফ্র্যাঞ্চাইজিতে? সাম্প্রতিক আবহে এমন প্রশ্নই তৈরি হচ্ছে বলিউডে। কেন? শোনা যাচ্ছে, ‘হেরা ফেরি ৩’ ছবিটি নাকি ছেড়ে দিয়েছেন পরেশ। সংবাদমাধ্যমে নিজেই এই বিষয়ে সিলমোহর দিয়েছেন অভিনেতা। অক্ষয় কুমার, সুনীল শেট্টির সঙ্গে পরেশের জুটি দর্শক হৃদয়ে গেঁথে গিয়েছে। ২০০৬ সালে ‘হেরা ফেরি ২’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল ত্রয়ীকে। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি তৈরি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই আবহে পরেশ সরে যাওয়ায় কীভাবে ছবিটি হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। কী কারণে সরে গেলেন অভিনেতা? এই বিষয়ে মুখ খোলেননি তিনি। সূত্রের খবর, নির্মাতাদের সঙ্গে মতের অমিল হয়েছে পরেশের। সে কারণে ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁর।