বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মিউজিক্যাল টাইম ট্রাভেল

রাত ফুরিয়ে কলকাতার ভোর হতে দেখেছেন? ঘুমভাঙা পাখির মৃদু কলতান, টানা রিকশর ‘কাঠপাঁজরের’ শব্দ, হাঁটার খসখস আওয়াজ থেকে রান্নাঘরে গরম তেলে ফোড়ন! 

মিউজিক্যাল টাইম ট্রাভেল

রাত ফুরিয়ে কলকাতার ভোর হতে দেখেছেন? ঘুমভাঙা পাখির মৃদু কলতান, টানা রিকশর ‘কাঠপাঁজরের’ শব্দ, হাঁটার খসখস আওয়াজ থেকে রান্নাঘরে গরম তেলে ফোড়ন! আরও কত কী! টাইম ট্রাভেল করেছেন কখনও? হলুদ ট্যাক্সি চড়ে আচমকা যদি দেখেন দাঁড়িয়ে রয়েছেন লন্ডনে? যদি রোমিও’র সঙ্গে ‘হঠাৎ দেখা’ হতো শাইলকের? অথবা, কিং লিয়রের মুখোমুখি ম্যাকবেথ!
কোনও গল্প নয়। ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষ্যে এমনই অভিনব মিউজিক্যাল জার্নির আয়োজন করেছে ‘স্টেজ টু স্ক্রিন’। শীর্ষক অনুষ্ঠান কলকাতা ইন্টারনাশন্যাল ইয়ূথ আর্টস ফেস্টিভ্যাল (কিয়া ফেস্ট)। অনুষ্ঠিত হবে ২১ জুন সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। অংশ নেবেন ভারত-লন্ডনের ৪০০ শিল্পী। থাকবে এ আর রহমানের সানসাইন অর্কেস্ট্রাও। 
অনুষ্ঠানের প্রথমপর্বের নাম ‘মাইন্ড দ্য গ্যাপ’। মূল ভাবনা ও কম্পোজিশন বিশিষ্ট সরোদ শিল্পী পণ্ডিত রাজীব চক্রবর্তীর। তিনি বলেন, ফোলি সাউন্ডে ‘আরবান মন্ত্র’ দিয়ে কলকাতার ভোর শুরু হবে। এরপর টাইম ট্রাভেলে সোজা ইংল্যান্ড। লন্ডনে শ্যুটিংও করেছি। ফের হলুদ ট্যাক্সিতে শহরের রাস্তায়, ‘পার্ক অ্যাট ইউওর ওন রিস্ক’-এ! অর্থাৎ, পার্কাসন অ্যাট ইউওর ওন রিস্ক। ধ্বনিত হবে ১৫-২০ রকমের বাদ্যযন্ত্র। পর্ব শেষ হবে হ্যারি পটারের থিমে। দ্বিতীয়পর্বের নাম ‘এ মিড সামার নাইটস সিম্ফনি’। মীর রেহেমিন রহিমের ভাবনায় স্ক্রিপ্ট লিখেছেন কেম্প ওব্রাইম। স্টেজ ডিরেক্টর ইশায়ূ চক্রবর্তী জানান, এই পর্বে বিজ্ঞানীদের ভুলে টাইম ট্রাভেলে শেক্সপিয়রের সব চরিত্ররা একই জায়গায় আসবেন! এক অভিনব অধ্যায়ের সাক্ষী থাকবে কলকাতা। 
অলকাভ নিয়োগী

রাশিফল