শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পামেইরাসের বিরুদ্ধে ছন্দ ধরে রাখাই লক্ষ্য মেসিদের

ক্লাব বিশ্বকাপের আসরে প্রথমবার কোনও ইউরোপিয়ান ক্লাবের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছে ইন্তার মায়ামি। মেসি-ম্যাজিকে ভর করে গত ম্যাচে পোর্তোর বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নেয় ডেভিড বেকহ্যামের দল।

পামেইরাসের বিরুদ্ধে ছন্দ ধরে রাখাই লক্ষ্য মেসিদের

ফ্লোরিডা: ক্লাব বিশ্বকাপের আসরে প্রথমবার কোনও ইউরোপিয়ান ক্লাবের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছে ইন্তার মায়ামি। মেসি-ম্যাজিকে ভর করে গত ম্যাচে পোর্তোর বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নেয় ডেভিড বেকহ্যামের দল। অভিষেকেই টুর্নামেন্টের নক-আউটে পৌঁছনোর সুযোগ রয়েছে মেজর লিগ সকারের ক্লাবটির সামনে। তবে তার জন্য সোমবার গ্রুপের শেষ ম্যাচে পামেইরাসের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতে হবে সুয়ারেজদের। দু’ম্যাচে দু’দলই চার পয়েন্টে দাঁড়িয়ে। তবে গোল পার্থক্যে শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিলের ক্লাবটি। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে, শেষ ম্যাচে জিততেই হবে ইন্তার মায়ামিকে। সেই লক্ষ্যে সোমবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য মেসিদের।
পোর্তোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে করা মেসির গোল ক্লাব বিশ্বকাপের উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর্জেন্তাইন মহাতারকার বন্দনায় মেতেছেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী কোচ-ফুটবলার থেকে প্রাক্তন তারকারা। মেসি অবশ্য আবেগের জোয়ারে গা ভাসাতে নারাজ। কেরিয়ারের গোধূলি লগ্নেও দলের প্রতি তাঁর দায়বদ্ধতা বিন্দুমাত্র কমেনি। ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলের জয়কেই প্রাধান্য দিচ্ছেন বাঁ পায়ের জাদুকর। তাই তো চোট উপেক্ষা করে পোর্তোর বিরুদ্ধে মাঠে নামেন তিনি। দুরন্ত গোলে দলকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট। এবার পামেইরাসের বিরুদ্ধেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য এলএমটেনের।
এদিকে, ক্লাব বিশ্বকাপে পিছিয়ে পড়েও নাটকীয় জয় তুলে নিল ইন্তার মিলান। শনিবার জাপানি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলে হারাল তারা। ইতালিয়ান ক্লাবটির দুই গোলদাতা লাওতারো মার্তিনেজ ও ভালেনটিন কার্বোনি। উরাওয়ার একমাত্র গোলদাতা রাওমা ওয়াটানাবে। দিনের অপর ম্যাচে পিছিয়ে পড়েও জিতল বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউন্স এফসি’র বিরুদ্ধে ৪-৩ গোলে জিতল তারা। বরুসিয়ার হয়ে দুরন্ত গোলে নজর কাড়েন জুড বেলিংহ্যামের ভাই জোব বেলিংহ্যাম। এছাড়া জার্মান ক্লাবটির হয়ে জাল কাঁপান ফেলিক্স নামেচা ও সেরহো গুইরাসি। আপর গোলটি আত্মঘাতী।

রাশিফল