অবসরপ্রাপ্তদের নিয়োগ, রেলের সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলি
শর্তসাপেক্ষে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের পুনর্নিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে মন্ত্রক। গত ২০ জুন সেই বিজ্ঞপ্তি রেল বোর্ড প্রকাশও করেছে।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শর্তসাপেক্ষে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের পুনর্নিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে মন্ত্রক। গত ২০ জুন সেই বিজ্ঞপ্তি রেল বোর্ড প্রকাশও করেছে। রেলের পে লেভেল-ওয়ান থেকে পে লেভেল -নাইন পর্যন্ত কর্মরত নন-গেজেটেড কর্মচারীরাই এই সুবিধে পাবেন বলে রেলমন্ত্রক জানিয়েছে। রেলের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে এবার তুমুল বিরোধিতায় সোচ্চার হল সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। সিটু, এআইটিউইসির মতো শ্রমিক সংগঠনের অভিযোগ, এহেন সিদ্ধান্ত নিয়ে আদতে দেশের যোগ্য যুব সমাজকেই বঞ্চিত করছে মোদি সরকার। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে রেলমন্ত্রককে। নাহলে দেশব্যাপী বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
সিটুর সাধারণ সম্পাদক তপন সেনের অভিযোগ, রেলে এই মুহূর্তে প্রায় আড়াই থেকে তিন লক্ষ পদ শূন্য পড়ে রয়েছে। সেইসব শূন্যপদে লোক নিয়োগের ব্যাপারে কোনও পদক্ষেপ করছে না রেল। পরিবর্তে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এআইটিইউসির অভিযোগ, শুধু রেলেই নয়। ডিফেন্স, পোস্টাল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক এবং বিভাগে প্রায় ১৫ লক্ষ পদ খালি রয়েছে। নতুন নিয়োগ না হওয়ার কারণে বর্তমান কর্মচারীদের উপর বাড়তি চাপ পড়ছে।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025