টেক অফের পর ফিরল ইন্ডিগো, স্পাইসজেটের বিমান, ফের যান্ত্রিক ত্রুটি!
ফের প্রযুক্তিগত ত্রুটি! বৃহস্পতিবার সকালে টেক অফের পর দিল্লি বিমানবন্দরে ফিরে এল ইন্ডিগোর লে-গামী বিমান। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে অবতরণের পথে বাধা তৈরি হচ্ছিল।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২০, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা, নয়াদিল্লি: ফের প্রযুক্তিগত ত্রুটি! বৃহস্পতিবার সকালে টেক অফের পর দিল্লি বিমানবন্দরে ফিরে এল ইন্ডিগোর লে-গামী বিমান। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে অবতরণের পথে বাধা তৈরি হচ্ছিল। তাই মাঝ আকাশ থেকেই বিমানটিকে দিল্লি ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। একই কারণে বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ কলকাতা থেকে শিলচরে উদ্দেশে রওনা দেওয়ার পরও ফিরে আসে ইন্ডিগোর ৬ ই ৪৮৭ বিমান। বিমানে ১৫৫ জন যাত্রী ছিলেন। কিন্তু ৭টা ১৭ মিনিট নাগাদ বিমানটি ফিরে আসে। পরে ৯টা ৩৮ মিনিটে ফের রওনা দেয়। স্পাইসজেটের হায়দরাবাদ থেকে তিরপতিগামী বিমানও টেক অফের মাত্র ১০ মিনিটের মধ্যে ফিরে আসে।
এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দিল্লি থেকে লের উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইট ৬ই ২০০৬। তবে লে পৌঁছবার কিছুক্ষণ আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এবিষয়ে বিবৃতি দিয়ে ইন্ডিগো জানিয়েছে, ‘নির্দেশিকা মেনেই দিল্লি ফিরে আসেন পাইলট। বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।’
অন্যদিকে, রাজীব গান্ধী বিমানবন্দর থেকে সকাল ৬টা ১০ নাগাদ টেক অফ করে স্পাইসজেটের ফ্লাইট এসজি ২৬৯৬। বিমানে ৮০ জন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পরেই এএফটি ব্যাগেজ ডোরের আলো জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে এটিসির কাছে অবতরণের অনুমতি চান পাইলট। বিবৃতিতে স্পাইসজেট জানিয়েছে, ‘কেবিন প্রেশার স্বাভাবিক ছিল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হায়দরাবাদ ফিরে আসেন পাইলটরা। পরে অন্য একটি বিমানে তিরুপতি রওনা দেন যাত্রীরা।’
related_post
অমৃত কথা
-
বেদ
- post_by বর্তমান
- জুলাই 8, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 8, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 8, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 8, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 8, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 8, 2025