বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্থগিত বম্বে আইআইটির

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। ড্রোন থেকে অন্যান্য অস্ত্র দিয়ে ইসলামাবাদকে সাহায্য করেছে আঙ্কারা। 

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্থগিত বম্বে আইআইটির

নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। ড্রোন থেকে অন্যান্য অস্ত্র দিয়ে ইসলামাবাদকে সাহায্য করেছে আঙ্কারা। তারপর থেকে তুরস্ক বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে। বহু ভারতীয় সেদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। পাশাপাশি তুরস্ক যোগ ছিন্ন করেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সেই তালিকায় নয়া সংযোজন বম্বে আইআইটি।
এর আগে জওহরলাল নেহরু, জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আইআইটি রুরকি মতো শিক্ষা প্রতিষ্ঠান তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে মউ বাতিল করে দিয়েছে। বম্বে আইআইটির এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সবরকম চুক্তি স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। এর আগে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আইআইটি রুরকি তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল।