গিলের প্রশংসায় গুচ ও বাটলার
ভারতীয় ক্রিকেটে নতুন যুগের শুরু হতে চলেছে শুক্রবার। বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুই তারকা অবসর নিয়েছেন টেস্ট থেকে।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৮, ২০২৫
লন্ডন: ভারতীয় ক্রিকেটে নতুন যুগের শুরু হতে চলেছে শুক্রবার। বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুই তারকা অবসর নিয়েছেন টেস্ট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ সেজন্যই হয়ে উঠছে নতুন ক্যাপ্টেন শুভমান গিলের অগ্নিপরীক্ষা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচ অবশ্য এটাকে চাপ হিসেবে দেখতে চাইছেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মতে, একটা দরজা বন্ধ হলে অন্যটা খুলে যায়। আমি নিশ্চিত, যারা সুযোগ পাবে তারা উজাড় করে দেবে। ভারতীয় দলের প্রতিভা নিয়ে তো কোনও সংশয় নেই। তবে রোহিত ও বিরাটের শূন্যস্থান পূর্ণ করা কঠিন। তার উপর যশপ্রীত বুমরাহও যদি সব ম্যাচে না খেলে তবে মস্ত ক্ষতি। তাই তরুণদের দায়িত্ব নিতে হবে। আর গিলের কাছে নেতৃত্ব দেওয়া বিশাল সম্মানের। ও তা দারুণভাবে সামলাবে বলেই বিশ্বাস।’
গুচের মতে, অধিনায়কের প্রধান কাজ ব্যাট বা বল হাতে নিজের ভূমিকা পালন করা। নেতৃত্ব আসে তার পরে। গিলকে ৭১ বছর বয়সির পরামর্শ, ‘ক্যাপ্টেন হওয়া মানেই চাপ— এটা মানছি না। আমার মতে, দেশের অধিনায়ক হওয়া সর্বোচ্চ সম্মান। শুধু তো দশজনের নেতা নয়, এর মানে সেই খেলায় দেশের অধিনায়ক হওয়া। রোল মডেল হওয়ার দায়িত্ব এসে পড়ে তখন। দেশের সকল ক্রিকেটারের কাছেই সে হয়ে ওঠে উদাহরণ। এটা একজন ক্রিকেটারকে অনুপ্রাণিতই করে। আমার ক্ষেত্রে তো সেটাই হয়েছিল। তাই চাপের তত্ত্ব মানছি না। কাউকে অনুকরণ করে নয়, নিজের মতো করে কাজটা সারতে হয়। তবে সবচেয়ে জরুরি হল, পারফরম্যান্স। গিলের ক্ষেত্রে তা হল রান করা। সেটা ওকে করতেই হবে। নেতৃত্ব মোটেই প্রধান কাজ নয়। পারফরম্যান্স করতে পারলে নেতৃত্ব সহজ হয়ে ওঠে।’
আইপিএলে গুজরাত টাইটান্সের দায়িত্ব সামলেছেন গিল। কিন্তু টেস্ট ক্রিকেটে নেতৃত্ব কার্যত তাঁর অ্যাসিড টেস্ট। মহাযুদ্ধের আগে অধিনায়ক গিলকে নিয়ে অবশ্য আশাবাদী গুজরাত টাইটান্সের সতীর্থ জস বাটলার। আইপিএলে গিলের নেতৃত্বে খেলা ইংলিশ ক্রিকেটারের মন্তব্য, ‘গিল তুলনাহীন। ওর মধ্যে রোহিত আর বিরাটের ছায়া দেখতে পাই। এমন আগ্রাসী অধিনায়কত্ব বেশ পছন্দের।’ তবে হেডিংলির সবুজ পিচে নামার আগে সতীর্থকে সতর্কও করে দিয়েছেন বাটলার। তাঁর মন্তব্য, ‘অধিনায়কত্বের চাপ যেন ব্যাটিংয়ে প্রভাব না ফেলে। সেটা মাথায় রাখতে হবে।’
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025