বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ফের চড়তে শুরু করেছে সোনার দাম, একদিনে ২১০০ টাকা বৃদ্ধি

কয়েকদিন স্বস্তি দেওয়ার পর ফের চড়তে শুরু করল সোনার দর। বুধবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছয় ৯৬ হাজার ১৫০ টাকায়।

ফের চড়তে শুরু করেছে সোনার  দাম, একদিনে ২১০০ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন স্বস্তি দেওয়ার পর ফের চড়তে শুরু করল সোনার দর। বুধবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছয় ৯৬ হাজার ১৫০ টাকায়। মঙ্গলবার বাজারে সোনার দর ছিল ৯৪ হাজার ৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। অর্থাৎ একদিনের তফাতে দর এক ধাক্কায় ২ হাজার ১০০ টাকা বেড়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৯১ হাজার ৪০০ টাকায়। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ৯৮ হাজার ৪৫০ টাকা। একদিনের তফাতে রাজধানীতে হলুদ ধাতুর দর বেড়েছে ১ হাজার ৯১০ টাকা।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে দর চড়তে থাকে সোনার। আমেরিকার নির্বাচন পর্ব এবং পরবর্তীকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-যুদ্ধ ঘোষণা সোনার দামকে ভারতীয় বাজারে এক লক্ষ টাকায় পৌঁছে দেয়। কারণ, টালমাটাল অর্থনীতি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে লগ্নিকারীরা ঝুঁকিবহুল বিনিয়োগ থেকে সরে আসছিলেন। তাঁরা তুলনামূলক কম ঝুঁকির লগ্নির দিকে হাঁটছিলেন। এই কারণে সোনায় বিনিয়োগ বাড়ছিল। চাহিদা বৃদ্ধির কারণেই দাম বাড়ছিল সোনার। পরবর্তীকালে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা বিশ্বের অর্থনীতিতে সামান্য হলেও স্বস্তি এনেছিল। পাশাপাশি ট্রাম্পও শুল্ক নিয়ে রণংদেহী পদক্ষেপ থেকে পিছিয়ে আসেন। এগুলি বিশ্বের তাবড় বিনিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছিল। তাঁরা ভেবেছিলেন, পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে। তাই সোনায় লগ্নি ছেড়ে তাঁরা বেশি লাভের আশায় তুলনামূলক ঝুঁকিবহুল বিনিয়োগের দিকে যাচ্ছিলেন। তার জেরে দাম কমছিল সোনার। তাহলে কী এমন পরিস্থিতি হল, ফের চড়তে শুরু করেছে হলুদ ধাতুর দর?
বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য মুদ্রার নিরিখে মার্কিন ডলারের দাম কমছে। তা সোনার দামে বড় রকমের প্রভাব ফেলতে শুরু করেছে। এদিকে বিশ্বের অন্যতম সেরা ক্রেডিট রেটিং সংস্থা আমেরিকার আর্থিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা রেটিং কমিয়েছে। ফলে লগ্নিকারীরা ফের অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন। দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ লগ্নির রিটার্ন নিয়ে প্রশ্ন থাকছে তাঁদের। সেই কারণেই ফের নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন তাঁরা। তার জেরে ফের চাহিদা বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর। তাই দামও বাড়ছে।

রাশিফল