শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ফেডারেশনের রায় খারিজ করল ফিফা

যত কাণ্ড ফেডারেশনে। আই লিগ শেষ হওয়ার দু’মাস পরেও চ্যাম্পিয়নশিপ নিয়ে জলঘোলা চলছেই। এরই মধ্যে ফিফার রায়ে আরও বেকায়দায় ফেডারেশন।

ফেডারেশনের রায় খারিজ করল ফিফা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত কাণ্ড ফেডারেশনে। আই লিগ শেষ হওয়ার দু’মাস পরেও চ্যাম্পিয়নশিপ নিয়ে জলঘোলা চলছেই। এরই মধ্যে ফিফার রায়ে আরও বেকায়দায় ফেডারেশন। আই লিগে ইন্টার কাশী বনাম নামধারী ম্যাচ নিয়ে যাবতীয় সমস্যার সূত্রপাত। জল গড়ায় ফেডারেশনে। আপিল কমিটির নির্দেশে ম্যাচের পুরো পয়েন্ট পায় নামধারী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফিফার দ্বারস্থ হয় ইন্টার কাশী।  ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মঙ্গলবার ফেডারেশনের রায়কে খারিজ করে দেয়। ফলে মুখ পুড়ল ভারতীয় ফুটবল সংস্থার। উল্লেখ্য, চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের হাতে ট্রফিও তুলে দিয়েছিল ফেডারেশন। এক্ষেত্রেও ফিফার স্থগিতাদেশে জটিলতা চরমে।
আই লিগ শেষ করতে ল্যাজে গোবরে অবস্থা এআইএফএফের। নিয়ম ভেঙে মারিও বার্কো নামক এক বিদেশিকে খেলানোর অভিযোগে ইন্টার কাশীর বিরুদ্ধে ফেডারেশনে নালিশ জানায় একাধিক ক্লাব। কাশীর বিপক্ষে সিদ্ধান্ত যেতেই ফের ফিফায় আবেদন জানায় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, এক্ষেত্রে কাশীর দাবি মানা হলে আই লিগের পয়েন্ট টেবিল পাল্টে যাবে। সেক্ষেত্রে ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হবে ফেডারেশন।

রাশিফল