শত্রুরা বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে, হুঙ্কার খামেনেইর
প্রত্যাশা ছিলই। তা সত্যি করে সমাজমাধ্যমে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। মার্কিন হামলার ২৪ ঘণ্টা পর শত্রুদের উদ্দেশে তাঁর বার্তা— ‘ওরা বড় ভুল করে ফেলেছে।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
তেহরান: প্রত্যাশা ছিলই। তা সত্যি করে সমাজমাধ্যমে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। মার্কিন হামলার ২৪ ঘণ্টা পর শত্রুদের উদ্দেশে তাঁর বার্তা— ‘ওরা বড় ভুল করে ফেলেছে। শাস্তি পেতেই হবে।’ সরাসরি কোনও দেশের নাম লেখেননি খামেনেই। তবে তাঁর টার্গেট যে ইজরায়েল, তা স্পষ্ট। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জিওনিস্ট (ইহুদি আদর্শে বিশ্বাসী) শত্রুরা অপরাধ করেছে। ওদের শাস্তি দিতেই হবে। ইতিমধ্যে শাস্তি দেওয়ার কাজও শুরু হয়েছে।’ ওই পোস্টের সঙ্গে এয়ার স্ট্রাইকের ইঙ্গিত দিয়ে একটি ছবিও শেয়ার করা হয়েছে। ছবিতে একটি ভাঙা করোটি দেখা যাচ্ছে। অন্ধকার আকাশ থেকে ঝরে পড়ছে আগুন। করোটির কপালে ‘স্টার অব ডেভিস’-এর আঁকা। ইহুদি ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ‘স্টার অব ডেভিস’ ইজরায়েলের পতাকাতেও দেখা যায়।
যদিও আমেরিকার উদ্দেশে সরাসরি কোনও হুমকি বা বার্তা দেননি খামেনেই। তবে চুপ নেই সেদেশের সেনাবাহিনী। ইরানের সামরিক কেন্দ্রের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সরাসরি টার্গেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন, ‘ট্রাম্প, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ আমরাই করব।’ সেনাবাহিনী সাফ জানিয়েছে, আমেরিকা হামলা চালিয়ে যুদ্ধের পরিসর বাড়িয়ে দিয়েছে। এখন কেবল ইজরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলিও তাদের ‘পাখির চোখ’। এই পরিস্থিতিতে আশঙ্কার কালো মেঘ ঘনাতে শুরু করেছে পশ্চিম এশিয়াজুড়ে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সারা বিশ্বে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আমেরিকার হামলার পর রবিবারই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ইরানের পার্লামেন্ট। এই আবহে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও চীনের সঙ্গে কথা বলেছেন। চীনের প্রতি তাঁর আর্জি— ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করতে নিষেধ করুন। ফাইল চিত্র
related_post
অমৃত কথা
-
দৃষ্টি
- post_by বর্তমান
- জুলাই 18, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025