শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

রাজ্য মিটে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল

 চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে পিছনে ফেলে ৭৩তম রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেরার মুকুট অর্জন করল ইস্ট বেঙ্গল। 

রাজ্য মিটে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে পিছনে ফেলে ৭৩তম রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেরার মুকুট অর্জন করল ইস্ট বেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই কমপ্লেক্সে আয়োজিত টুর্নামেন্টে জুনিয়র ও সিনিয়র বিভাগ মিলিয়ে লাল-হলুদের প্রাপ্ত পয়েন্ট ৬৮৯। দ্বিতীয় স্থানে থাকা মোহন বাগান এসি’র ঝুলিতে রয়েছে ৪১০ পয়েন্ট। জুনিয়র বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৫৯ পয়েন্ট। আর সবুজ-মেরুনের প্রাপ্ত পয়েন্ট ১১০। সিনিয়র বিভাগে ইস্ট বেঙ্গলের ঝুলিতে এসেছে ৫৩০ পয়েন্ট। সেখানে মোহন বাগান পেয়েছে ৩০০ পয়েন্ট। উল্লেখ্য,  রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম এত বেশি পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হল কোনও ক্লাব।

রাশিফল