বিদেশি ডিফেন্ডার নিয়ে সমস্যায় ইস্ট বেঙ্গল
বিদেশি ডিফেন্ডারের সমস্যায় গতবার ভুগতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। এবার তাই দল গোছাতে বদ্ধপরিকর লাল-হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি ডিফেন্ডারের সমস্যায় গতবার ভুগতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। এবার তাই দল গোছাতে বদ্ধপরিকর লাল-হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। সেই লক্ষ্যে সার্বিয়ার স্টপার ইভান মিলাদিনোভিচের সঙ্গে কথা অনেকটাই এগিয়েছিল। কিন্তু ‘বর্তমানে’ একাধিকবার লেখা হয়েছে, চুক্তি এখনও হয়নি। তারমধ্যেই কাজাখস্তানের ক্লাব টোবল কোস্টানে জানিয়ে দিয়েছে, তারা ইভানকে ছাড়তে রাজি নয়। ইস্ট বেঙ্গল যদিও হাল ছাড়ছে না। তবে যা পরিস্থিতি তাতে সেপ্টেম্বরের আগে কোনওভাবেই এই ডিফেন্ডারকে পাওয়া সম্ভব নয়। ফলে বিকল্প ভাবতেই হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। র্যাডারে রয়েছেন আরও তিন বিদেশি ডিফেন্ডার।
বিদেশির পাশাপাশি দু’জন ভারতীয় সাইড ব্যাক এবং একজন স্টপার চাইছেন কোচ ব্রুজোঁ। তাঁর নজরে রয়েছেন বেঙ্গালুরুর রাহুল ভেকে ও মুম্বই সিটির মেহতাব সিং। রাহুলকে সই করাতে হলে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে লাল-হলুদ ক্লাবকে। আর মেহতাবের কাছে মোহন বাগানের প্রস্তাব রয়েছে। তিনি এখনও সিদ্ধান্ত নেননি। বাকি থাকলেন পাঞ্জাব এফসি’র অভিষেক সিং। কিন্তু অভিষেকের জন্য ২ কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে পাঞ্জাব। যা শুনে রীতিমতো মাথায় হাত লাল-হলুদ রিক্রুটারদের। চার্চিলের রাইট ব্যাক ল্যামগোলেন হ্যাংশিংও ইস্ট বেঙ্গলের র্যাডারে ছিলেন। কিন্তু হায়দরাবাদ এফসি’তে সই করেছেন মণিপুরের এই ফুটবলার। সবমিলিয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্স নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। বিদেশিদের মধ্যে চূড়ান্ত হয়েছেন একমাত্র মিগুয়েল। সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছাড়তে হলে প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। তাই এই গ্রিক স্ট্রাইকারকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ইস্ট বেঙ্গল।
অন্যদিকে, কন্যাশ্রী কাপে শুক্রবার ওয়েস্ট বেঙ্গল পুলিসকে ৬-২ ব্যবধানে হারিয়েছে ইস্ট বেঙ্গল। জয়ী দলের হয়ে জোড়া গোল পানদিমিতের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন সন্ধ্যা, সুস্মিতা, সরিতা ও সুলঞ্জনা।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025