বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

রক্তের নতুন গ্রুপের আবিষ্কার

চিকিৎসা জগতে বড় সাফল্য। সন্ধান মিলল রক্তের ‘বিরলতম’ নতুন গ্রুপের। নাম ‘গোয়াদা নেগেটিভ’। ফরাসি গুয়াদেলুপ দ্বীপপুঞ্জের এক মহিলার শরীরে এই রক্তের গ্রুপের হদিশ মিলেছে।

রক্তের নতুন গ্রুপের আবিষ্কার

প্যারিস: চিকিৎসা জগতে বড় সাফল্য। সন্ধান মিলল রক্তের ‘বিরলতম’ নতুন গ্রুপের। নাম ‘গোয়াদা নেগেটিভ’। ফরাসি গুয়াদেলুপ দ্বীপপুঞ্জের এক মহিলার শরীরে এই রক্তের গ্রুপের হদিশ মিলেছে। কয়েক বছর ধরে গবেষণা আর ব্লাড সিকুয়েন্সিংয়ের পর এসেছে সাফল্য। বর্তমানে তিনিই এই গ্রুপের রক্তের একমাত্র ধারক। বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তা মিলেছে। তাঁদের জিনের মিউটেশনের কারণেই এমনটা সম্ভব হয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ফরাসি রক্ত সরবরাহকারী সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট (ইএফএস)। জানা গিয়েছে, এটাই পৃথিবীর ৪৮তম ব্লাড গ্রুপ সিস্টেম। এই আবিষ্কারে উচ্ছ্বসিত চিকিৎসক মহল। তাদের দাবি, এর জেরে রক্তদান, অঙ্গ প্রতিস্থাপন সহ একাধিক কাজে সাফল্যের পরিমাণ বাড়বে। প্রসঙ্গত, পরিচিত এবিও সিস্টেমের বাইরে রক্তের একাধিক বিরল গ্রুপ রয়েছে। এক মেডিক্যাল বায়োলজিস্ট জানান, ২০১১ সালে ওই মহিলার অস্ত্রোপচার হয়। তখন তাঁর বয়স ৫৪ বছর। অস্ত্রোপচারের আগে রক্ত সংগ্রহ করে নানারকম পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষায় জানা যায়, মহিলার রক্তে ‘অস্বাভাবিক’ অ্যান্টিবডি রয়েছে। রক্ত সংবহনের সময় বিষয়টি চিকিৎসকদের নজরে আসে। কারণ কোনও রক্তের গ্রুপ ওই মহিলার সঙ্গে মিলছিল না। গবেষণার উপযুক্ত পরিকাঠামো না থাকায় তখন রক্তের নমুনা নিয়ে বিশেষ কাজ করা যায়নি। ২০১৯ সালে ফের গবেষণা শুরু হয়। তাতেই আসে সাফল্য। 

রাশিফল