শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

লখনউয়ের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লির

আইপিএল মানেই রুদ্ধশ্বাস নাটক। সোমবার দিল্লি বনাম লখনউ ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দোল খেল। শেষপর্যন্ত দুরন্ত জয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস।

লখনউয়ের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লির

বিশাখাপত্তনম: আইপিএল মানেই রুদ্ধশ্বাস নাটক। সোমবার দিল্লি বনাম লখনউ ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দোল খেল। শেষপর্যন্ত দুরন্ত জয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। সোমবার ঋষভ পন্থ ব্রিগেডকে ১ উইকেটে হারাল তারা। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টসের সংগ্রহ ৮ উইকেটে ২০৯ রান। জবাবে শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। কঠিন সময়ে ব্যাটে বিস্ফোরণ আশুতোষ শর্মার। মাত্র ৩১ বলে অপরাজিত ৬৬ রান করেন তিনি। দিল্লির হয়ে অভিষেকেই বাজিমাত তাঁর। ৫টি চার ছাড়াও রয়েছে বিশাল পাঁচটি ছক্কা। শেষ ওভারে ছয় হাঁকিয়ে দলকে জেতালেন আশুতোষ।
 টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। মার্করাম (১৫) দ্রুত ফেরার পর হাল ধরেন মার্শ ও পুরান। আগ্রাসী মেজাজে ইনিংস গড়েন তাঁরা। মাত্র ৩০ বলে ৭৫ রান করেন পুরান। বাঁহাতি ব্যাটারের ইনিংসে রয়েছে ৬টি  চার ও ৭টি বিশাল ছক্কা। অজি ক্রিকেটার মার্শের সংগ্রহ ৩৬ বলে ৭২। হাফ ডজন করে ছক্কা ও চার হাঁকান তিনি। চোট সারিয়ে আইপিএলে নেমেছেন মার্শ। বুঝিয়ে দিলেন, পাওয়ার প্লে’তে বিস্ফোরণ ঘটাতে তিনি তৈরি। দিল্লির হয়ে বল হাতে সফল মিচেল স্টার্ক (৩-৪২)। কঠিন সময়ে অনবদ্য বোলিং করেন কুলদীপ যাদবও। চায়নাম্যান স্পিনার মাত্র ২০ রান খরচ করে দুই উইকেট তুলে নেন। ঋষভ ছাড়াও আয়ূষ বাদোনিকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ। জবাবে, শুরুতেই পরপর উইকেট হারায় দিল্লি। খাতা খুলতে পারেননি বাংলার অভিষেক পোড়েল। এরপর রিজভি (৪) ও ম্যাকগুর্কও (১) রান পাননি। কিন্তু সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক ইমপ্যাক্ট ক্রিকেটার অনামী আশুতোষ। এদিকে, ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান মুকেশ কুমার। তাঁকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।