বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

আজারবাইজানকে জবাব দিল্লির, ‘আকাশ’ পাচ্ছে আর্মেনিয়া

 ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল আজারবাইজান। তুরস্ক ও চীনের পর নতুন এক দেশের সমর্থন পেয়ে রীতিমতো উচ্ছ্বিসিত ছিল ইসলামাবাদ। 

আজারবাইজানকে জবাব দিল্লির, ‘আকাশ’ পাচ্ছে আর্মেনিয়া

নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল আজারবাইজান। তুরস্ক ও চীনের পর নতুন এক দেশের সমর্থন পেয়ে রীতিমতো উচ্ছ্বিসিত ছিল ইসলামাবাদ। তার জবাব দিতেই এবার আজারবাইজানের শত্রু দেশ আর্মেনিয়ার পাশে দাঁড়াল ভারত। শীঘ্রই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ-১ এস। সম্প্রতি ভারত-পাক সংঘাতের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের পারদর্শিতা দেখেছে গোটা দুনিয়া। বিভিন্ন দেশও এসব অস্ত্র কিনতে আগ্রহ দেখাচ্ছে। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে আর্মেনিয়া। 
অপারেশন সিন্দুরের পর ভারতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। পাশাপাশি তুরস্কের তৈরি ড্রোন ও চীনের যুদ্ধবিমান ব্যবহার করে তারা। আজারবাইজানও পাকিস্তানকে সমর্থন করে। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা সফলভাবে রুখে দিতে সক্ষম হয়েছে। মস্কোর তৈরি এস-৪০০ এর মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমও এই সংঘাতে কার্যকরী ভূমিকা নিয়েছিল। তারপরই প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমের চাহিদা বেড়েছে।
গত শতাব্দীর আটের দশক থেকে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘাত লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে  ১৫টি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে ২০২০ সালেই ভারতের সঙ্গে ৭২ কোটি ডলারের চুক্তি করেছিল আর্মেনিয়া। সূত্রের খবর, খুবই শীঘ্রই আর্মেনিয়ার হাতে এই এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দিতে চলেছে নয়াদিল্লি। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ১০০ কিলোমিটারের মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিতে পারে নিমেষে। ইতিমধ্যে পিনাকা রকেট লঞ্চার সিস্টেম আর্মেনিয়ার হাতে তুলে দিয়েছে ভারত।