রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

অল্পবয়সিদের হার্ট অ্যাটাকে কোভিড টিকা দায়ী নয়: কেন্দ্র

অল্পবয়সিদের হার্ট অ্যাটাকে বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও সংস্রব নেই। ওই টিকা নেওয়ার জন্য কারও মৃত্যু হয়নি। 

অল্পবয়সিদের হার্ট অ্যাটাকে কোভিড টিকা দায়ী নয়: কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অল্পবয়সিদের হার্ট অ্যাটাকে বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও সংস্রব নেই। ওই টিকা নেওয়ার জন্য কারও মৃত্যু হয়নি। আইসিএমআর এবং নয়াদিল্লি এইমসের গবেষণার রিপোর্ট সামনে রেখে বুধবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল, কোভিডের ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তেমন এর গুরুতর কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। যদিও সরকার যতই দাবি করুক না কেন, ১৮-৪৫ বছর বয়সিদের অনেকেরই আচমকা মৃত্যু হচ্ছে। যার মধ্যে অনেকেরই কোভিড টিকা নেওয়া ছিল। তাই সন্দেহ থেকেই যাচ্ছে, তবে কি কোভিডের ভ্যাকসিনই এর জন্য দায়ী? স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক তথ্য মোতাবেক, গত জানুয়ারি থেকেই এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৪৬। যার মধ্যে একজন পশ্চিমবঙ্গের। তারই মধ্যে কর্ণাটকের হাসান জেলায় গত এক মাসের মধ্যে আচমকাই কুড়িজনেরও অধিক তরুণ তরুণীর মৃত্যু হয়েছে। এতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া খুবই উদ্বিগ্ন। কেন এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশাসনিক স্তরে তদন্তও শুরু করেছে কর্ণাটক সরকার। তাড়াহুড়ো করে তৈরি কোভিডের ভ্যাক্সিনই কি মৃত্যুর কারণ? তুলেছেন প্রশ্নও। এরপরই কেন্দ্র এদিন জানিয়ে দিল ওই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই।

রাশিফল