বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

টুটু বসুর ইস্তফা গ্রহণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত

 শুক্রবারও গৃহীত হল না মোহন বাগান সভাপতি টুটু বসুর ইস্তফাপত্র। এদিন ক্লাব তাঁবুতে জরুরীকালীন কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়ে ফের আলোচনা হয়।

টুটু বসুর ইস্তফা গ্রহণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবারও গৃহীত হল না মোহন বাগান সভাপতি টুটু বসুর ইস্তফাপত্র। এদিন ক্লাব তাঁবুতে জরুরীকালীন কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়ে ফের আলোচনা হয়। তবে সমাধান বের হয়নি। ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, ‘টুটু বসুর ইস্তফা নিয়ে কার্যকরী কমিটির সদস্যরা দ্বিধাবিভক্ত। একদল গ্রহণের পক্ষে থাকলেও অন্যদল বিপক্ষে। তাই পরবর্তী বৈঠকে এই বিষয়ে ফের আলোচনা হবে।’ উল্লেখ্য, গত ২৮ এপ্রিল মোহন বাগান সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টুটু বসু। পাশাপাশি, অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত পাঁচ জনের নির্বাচনী কমিটির তিন জন ইস্তফা দিয়েছেন। তাঁদের বদলে নতুন তিন জনের অন্তর্ভুক্তিতে এদিন সিলমোহর দিল কমিটি। নতুন তিন সদস্য হলেন যথাক্রমে বিশ্বরূপ দে, অসীম কুমার মৌলিক ও সুকমল রায়। দায়িত্ব পাওয়ার পর বিশ্বরূপ বলেন, ‘নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করব।’