সোফিয়া কুরেশিকে কুমন্তব্য: তদন্তের জন্য টিম গঠন, ‘কুমিরের কান্না’, বিজেপি মন্ত্রীর ক্ষমাপ্রার্থনা খারিজ সুপ্রিম কোর্টে
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২০, ২০২৫
নয়াদিল্লি: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ওই নির্দেশে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী। কিন্তু মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও রেহাই পেলেন না বিজয়। সোমবার তাঁর ক্ষমাপ্রার্থনা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত তীব্র ভর্ৎসনা করে জানিয়েছে, বিজয়ের ক্ষমাপ্রার্থনার মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে। কুৎসিত মন্তব্য করার পর এখন কুমিরের কান্না কেঁদে কোনও লাভ হবে না। দোষ করলে তার পরিণাম ভোগ করতেই হবে। কোনওভাবেই রক্ষা পাওয়া যাবে না। বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, তিন আইপিএস নিয়ে নতুন একটি টিম এই মামলা নিয়ে তদন্ত চালাবে। ওই টিমে একজন মহিলা আধিকারিককে থাকতে হবে। ২৮ মে এই টিম আদালতে রিপোর্ট জমা দেবে।
এদিন শীর্ষ আদালত বলেছে, ‘এটা কী ধরনের ক্ষমাপ্রার্থনা? ক্ষমা চাওয়ার কিছু অর্থ থাকে। অনেকেই বিচার প্রক্রিয়া থেকে বাঁচতে বিনয়ের সঙ্গে কথা বলেন। কখনও কুমিরের কান্নাও কাঁদেন।’ বিজয়কে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ‘আপনি এখন দেখাতে চাইছেন যে, আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে। আপনি কেন নিজে থেকে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন না?’সেনাবাহিনীকে নিয়ে কোনও মন্তব্য করার আগে মন্ত্রীর আরও সচেতন হওয়ার প্রয়োজন ছিল বলেও জানিয়েছে আদালত। কর্নেল সোফিয়াকে নিয়ে ওই মন্তব্যের জন্য মন্ত্রীর বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিজেপি সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়ে একটি নোটিসও জারি করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকারকে আদালত বলেছে, আমরা পুরো ঘটনা প্রবাহের উপর কড়া নজর রাখছি। এটা আপনাদের জন্যও লিটমাস টেস্ট।
অপারেশন সিন্দুর চলাকালীন প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হতেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজয় শাহ সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বসেন। একইসঙ্গে কর্নেলের ধর্ম পরিচয় নিয়েও বিজেপি সরকারের মন্ত্রী একাধিক আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। যা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিজয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজয়।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025