আইএসের হয়ে চরবৃত্তি, ইহুদি সেন্টারে হামলার ছক, ধৃত পাক নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ কানাডার
পহেলগাঁও হামলার পর থেকেই জঙ্গিদের আশ্রয়দাতা পাকিস্তানকে নিয়ে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে। এরইমাঝে আইএসকে সাহায্য ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ধৃত এক পাক নাগরিককে আমেরিকার হাতে তুলে দিল কানাডা।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১২, ২০২৫
ওয়াশিংটন: পহেলগাঁও হামলার পর থেকেই জঙ্গিদের আশ্রয়দাতা পাকিস্তানকে নিয়ে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে। এরইমাঝে আইএসকে সাহায্য ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ধৃত এক পাক নাগরিককে আমেরিকার হাতে তুলে দিল কানাডা। ধৃতের নাম মহম্মদ শাহজেব খান ওরফে শাহজেব জাদুন (২০)। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, গতবছর ৭ অক্টোবর আইএসের মদতে ব্রুকলিনের ইহুদি সেন্টারে হামলার ছক কষেছিল শাহজেব। কিন্তু তা ভেস্তে দেয় এফবিআই। গতবছর ৪ সেপ্টেম্বর শাহজেবকে গ্রেপ্তার করে কানাডা পুলিস। সেইসূত্রেই এবার তাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন আমেরিকায় শাহজেবের বিচার চলবে।
দীর্ঘদিন ধরেই আইএসের হয়ে কাজ করছিল শাহজেব। তাদের বিভিন্ন ধরনের রসদ জোগাত সে। এমনকী সোশ্যাল মিডিয়ায় আইএসের বিভিন্ন প্ররোচনামূলক ভিডিও শেয়ার করত। এফবিআই সূত্রে খবর, গতবছর ৭ অক্টোবর ব্রুকলিনের ইহুদি সেন্টারে হামলার ছক কষেছিল শাহজেব। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলা চালিয়েছিল হামাস। তার প্রথম বর্ষপূর্তির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল এই হামলার ব্লুপ্রিন্ট। সেজন্য কানাডা থেকে নিউ ইয়র্কে আসার পরিকল্পনাও করেছিল পাকিস্তানি যুবক। এলোপাথাড়ি গুলি করে বিরাট সংখ্যক ইহুদিদের হত্যা করতে একাধিক অত্যাধুনিক অস্ত্রও মজুত করা হয়েছিল। আর এই পুরো ষড়যন্ত্রের নেপথ্যে ছিল আইএস। যদিও আগেভাগেই খবর পেয়ে সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় এফবিআই। তদন্তে নেমে গতবছর ৪ সেপ্টেম্বর শাহজেবকে গ্রেপ্তার করে কানাডা পুলিস। এরপর মঙ্গলবার কানাডা প্রশাসনের তরফে তাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছেন এফবিআইয়ের নিউ ইয়র্ক, শিকাগো ও লস এঞ্জেলসের ফিল্ড অফিসাররা।
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025