মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

শেয়ার বাজারে বিরাট পতন

ফের ‘ভল্লুকের থাবা’! বৃহস্পতিবার বড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ারবাজার। নেপথ্যে মূলত মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতি ও ঋণ সংক্রান্ত উদ্বেগের জেরে ভারতীয় বাজারে শেয়ার বিক্রির ধুম। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ল গাড়ি, তথ্য-প্রযুক্তি, এফএমসিজি ক্ষেত্র।

শেয়ার বাজারে বিরাট পতন

মুম্বই: ফের ‘ভল্লুকের থাবা’! বৃহস্পতিবার বড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ারবাজার। নেপথ্যে মূলত মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতি ও ঋণ সংক্রান্ত উদ্বেগের জেরে ভারতীয় বাজারে শেয়ার বিক্রির ধুম। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ল গাড়ি, তথ্য-প্রযুক্তি, এফএমসিজি ক্ষেত্র।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্সের পতন হয়েছে ৬৪৪.৬৪ পয়েন্ট। দিনের শেষে ০.৭৯ শতাংশ নেমে এই শেয়ারসূচক ৮০ হাজার ৯৫১.৯৯ পয়েন্টে এসে থামে। পতন হয়েছে এনএসই নিফটিতেও। ২০৩.৭৫ পয়েন্ট বা ০.৮২ পয়েন্ট নেমে এই শেয়ারসূচক দাঁড়ায় ২৪ হাজার ৬০৯.৭০ পয়েন্টে।