মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বলিউড ছাড়লেন আথিয়া

বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন তাঁর বাবা তথা অভিনেতা সুনীল শেট্টি। ২০২৩ সালে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আথিয়া। 

বলিউড ছাড়লেন আথিয়া

বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন তাঁর বাবা তথা অভিনেতা সুনীল শেট্টি। ২০২৩ সালে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আথিয়া। চলতি বছর মার্চ মাসে মা হয়েছেন তিনি। তারপরই নাকি আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন তিনি। সদ্য এক সাক্ষাৎকারে সুনীল বলেন, ‘আথিয়া আমাকে বলেছে, বাবা আমি আর ছবিতে কাজ করতে চাই না। আমি ওর সিদ্ধান্তকে সমর্থন করি।’ ২০১৫ সালে বলিউডে হাতেখড়ি হয় আথিয়ার। সৌজন্যে সলমন খান প্রযোজিত ‘হিরো’। ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে কাজ করেছিলেন আথিয়া। সেটি তাঁর অভিনীত শেষ ছবি। মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেই বলিউড থেকে মুখ ফেরালেন নায়িকা। কেন? সেই জবাবও দিয়েছেন সুনীল। তাঁর কথায়, ‘আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্র পেয়েছে। আর সেটা হল মায়ের চরিত্র। এই ভূমিকা পালন করা অত্যন্ত কঠিন কাজ। তাই ও আপাতত সেদিকেই মন দিতে চায়।’