বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অ্যাজমা-নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

সম্প্রতি পিয়ারলেস হাসপাতালের তরফে অ্যাজমা, অ্যালার্জির চিকিত্‍সা নিয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাজমা-নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

সম্প্রতি পিয়ারলেস হাসপাতালের তরফে অ্যাজমা, অ্যালার্জির চিকিত্‍সা নিয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সংযুক্তা দে, ডাঃ শুভ্রাংশু শেখর, ডাঃ শৌমিক ধর সহ একাধিক অ্যালার্জি ও অ্যাজমার সমস্যায় ভোগা শিশু ও অভিভাবক। ডাঃ সংযুক্তা দে জানান, ছোটবেলায় অ্যাজমা ধরা পড়লে খুব দ্রুত ইনহেলার দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই শিশুর ঘন ঘন সর্দি-কাশি, হাঁচি, নাক দিয়ে দল পড়ার মতো সমস্যা দেখা গেলে অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নিন। উপস্থিত অভিভাবকদের মধ্যে অনেকেই বলেন একটানা ইনহেলার দিয়ে চিকিত্‍সা চালানোর পর ১২-১৩ বছর বয়সের পর থেকে আর ইনহেলারের প্রয়োজন হয়নি।