বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

১০ দফা দাবিতে আশাকর্মীরা

সম্প্রতি নিজস্ব কিছু দাবিদাওয়া ও পেশাক্ষেত্রে বঞ্চনা নিয়ে সরব হলেন দেশের আশাকর্মীরা। তাঁদের নেওয়া কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে প্রায় ১০ হাজার আশা কর্মী শামিল হন। 

১০ দফা দাবিতে আশাকর্মীরা

সম্প্রতি নিজস্ব কিছু দাবিদাওয়া ও পেশাক্ষেত্রে বঞ্চনা নিয়ে সরব হলেন দেশের আশাকর্মীরা। তাঁদের নেওয়া কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে প্রায় ১০ হাজার আশা কর্মী শামিল হন। ১০ দফা দাবি নিয়ে হেলথ ডিরেক্টর, এনআরএইচএম স্টেট কো-অর্ডিনেটর ও প্রোগ্রাম অফিসারের সঙ্গে বৈঠক করেন তাঁরা। গোটা দেশ জুড়ে নামমাত্র ভাতায় উদয়াস্ত শ্রমদান, নানা সরকারি প্রকল্পে বাড়তি কাজ করানো, অনিয়মিত ইনসেন্টিভ ইত্যাদির বিরুদ্ধে তাঁরা দাবি তোলেন। তাঁদের পক্ষ থেকে মাসিক ভাতা ১৫ হাজার টাকা করা, কর্মরত অবস্থায় কোনও আশাকর্মীর মৃত্যুতে ৫ লক্ষ টাকা পরিবারকে প্রদান, আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি ইত্যাদি দাবি জানানো হয়েছে।