শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

অমরনাথ যাত্রা: পহেলগাঁও এবং বালতাল রুট ‘নো ফ্লাইং জোন’

 আগামী ৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ৯ আগস্ট পর্যন্ত। পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। এই অবস্থায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। 

অমরনাথ যাত্রা: পহেলগাঁও এবং বালতাল রুট ‘নো ফ্লাইং জোন’

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: আগামী ৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ৯ আগস্ট পর্যন্ত। পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। এই অবস্থায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই এবার অমরনাথ যাত্রার যাত্রাপথকে ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করল জম্মু-কাশ্মীর প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব 
মেনেই এই সিদ্ধান্ত।  মঙ্গলবার বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময় পহেলগাওঁ ও বালতাল রুটে ড্রোন, বেলুন বা ইউএভি ওড়ানো যাবে না। তবে চিকিৎসা, দুর্যোগ পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর নজরদারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মঙ্গলবার ভূস্বর্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। তারপরেই তীর্থযাত্রার সম্পূর্ণ রুটকে ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন। এই আবহে অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে গোটা রুটে সিআরপিএফের ৫৮০টি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

রাশিফল