শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

৫০ বছরে, পর্দায় ফিরছে ‘শোলে’

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ‘শোলে’র হাত ধরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পায় রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি।

৫০ বছরে, পর্দায় ফিরছে ‘শোলে’

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ‘শোলে’র হাত ধরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পায় রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি। চলতি বছর কালজয়ী এই সিনেমা পা রাখছে ৫০ বছরে। ফের জয়-বীরুর বন্ধুত্ব, গব্বরের হুঙ্কারের সাক্ষী থাকতে পারবেন অনুরাগীরা। পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শোলে’ ছবির ‘রেস্টোর্ড’ সংস্করণ। আগামী ২৭ জুন তার প্রিমিয়ার হবে ইতালিতে। প্রতি বছর বোলোগনায় ‘ইল সিনেমা রেট্রোভা’ নামক একটি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়। বিভিন্ন দেশের কাল্ট ছবির রেস্টোর্ড ভার্সানের প্রিমিয়ার হয় এই চলচ্চিত্র উৎসবে। এখানেই প্রিমিয়ার হবে ‘শোলে’র। চমকের এখানেই শেষ নয়। জানা গিয়েছে, ছবি থেকে বাদ পড়া একাধিক দৃশ্য যুক্ত হচ্ছে মূল ছবির সঙ্গে। অর্থাৎ ‘আনকাট ভার্সন’ দেখানো হবে প্রিমিয়ারে। ‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন’ সেই দৃশ্যগুলি পুনরুদ্ধারের কাজ করেছে। এই খবরে খুশি পর্দার জয়-বীরু অর্থাৎ অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র।  

রাশিফল