সরকারি চাকরির নামে ১৬ লক্ষ টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত
সরকারি চাকরির টোপ দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার ব্যবসা ফেঁদেছিল এক ব্যক্তি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১০, ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: সরকারি চাকরির টোপ দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার ব্যবসা ফেঁদেছিল এক ব্যক্তি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মঙ্গল বেরা। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকায় তার বাড়ি। তবে দীর্ঘদিন ধরে সে সোনারপুরে একটি বাড়িতে ভাড়া থাকত বলে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট কোনও ঠিকানায় নয়— লোকজনের নজর এড়াতে ঘন ঘন অবস্থান বদলাত সে।
পুলিস সূত্রে খবর, কুলপি থানা এলাকার বাসিন্দা পার্থসারথি বর্মন বর্তমানে কারা দপ্তরে কর্মরত। এক সময় সোনারপুরে মেসে থেকে পড়াশোনা করতেন এবং চাকরির প্রস্তুতি নিতেন। তখনই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল মঙ্গল বেরা নামে ওই ব্যক্তির। নিজেকে ‘কানেকশনওয়ালা’ হিসেবে তুলে ধরে মঙ্গল দাবি করত, বিভিন্ন দপ্তরে উচ্চ পদে আসীন ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় আছে। সেই সূত্র ধরেই সরকারি চাকরি পাইয়ে দিতে পারে সে। এই প্রলোভনে পা দেন পার্থসারথি। ধাপে ধাপে তিনি মোট ১৬ লক্ষ টাকা তুলে দেন মঙ্গলের হাতে। যার মধ্যে আট লক্ষ টাকা অনলাইনে ট্রান্সফার করা হয়, বাকি টাকা দেওয়া হয়েছে নগদে। ওই টাকা দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি পাননি পার্থ। ওদিকে, অভিযুক্ত মঙ্গলকেও আর ফোনে পাওয়া যাচ্ছিল না। প্রতারণার আশঙ্কা করেই শেষমেশ সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পার্থসারথি বর্মন।
তদন্তে নেমে সোনারপুর থানার পুলিস গ্রেপ্তার করে অভিযুক্তকে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025