মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সন্ত্রাস মোকাবিলায় বদ্ধপরিকর দেশ, জাপানে বার্তা অভিষেকের

কোন পরিস্থিতিতে অপারেশন সিন্দুর চালাতে হল, তা তুলে ধরতে বিদেশ ভ্রমণ শুরু করেছে ভারতের প্রতিনিধি দল। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদলগুলি। 

সন্ত্রাস মোকাবিলায় বদ্ধপরিকর দেশ, জাপানে বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোন পরিস্থিতিতে অপারেশন সিন্দুর চালাতে হল, তা তুলে ধরতে বিদেশ ভ্রমণ শুরু করেছে ভারতের প্রতিনিধি দল। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদলগুলি। এই দলগুলির মধ্যে একটিতে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা’য়ের নেতৃত্বাধীন এই দল ইতিমধ্যেই জাপানে গিয়ে ভারতের অবস্থান স্পষ্টভাষায় তুলে ধরেছে। এব্যাপারে সোশ্যাল মিডিয়া মারফৎ অভিষেক লিখেছেন, ‘জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ারা  সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবিচল দায়বদ্ধতার কথা আমরা তুলে ধরেছি। সন্ত্রাসের চক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জাপানের ধারাবাহিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞতা জানিয়েছি। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জাপান-ভারত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়োশিহিদে সিউগার সঙ্গেও প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সেখানে সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছি। ভারতের অবস্থান স্পষ্ট। বিশ্বে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই।
এরমধ্যে আমেরিকা সফরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে সর্বদলীয় প্রতিনিধিদল। এপর্যন্ত আটবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,  তিনিই থামিয়েছেন ভারত-পাকিস্তান যুদ্ধ। তাই কীভাবে মার্কিন মুলুকে গিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করবে ভারত, তা নিয়ে সরকার ও সর্বদলীয় প্রতিনিধিদল, উভয়ের মধ্যেই চলছে স্ট্র্যাটেজির খোঁজ। আজ শুক্রবার সর্বদলীয় প্রতিনিধিকে এ ব্যাপারে পাঠ পড়াবে বিদেশমন্ত্রক। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল আগামী কাল শনিবার থেকে শুরু করবে পাঁচদেশীয় সফর।  থারুরের নেতৃত্বাধীন এই দল আমেরিকা যাবে সবার শেষে। ‘বর্তমান’কে একথা জানিয়েছেন শশী থারুর। তিনি বলেছেন, ‘২৫মে প্রতিনিধিদল যাবে গুয়ানা। ২৭ মে পানামা। ২৯ তারিখ কলোম্বো। ৩১ মে ব্রাজিল এবং সবার শেষে ৩ জুন আমেরিকা।’ সূত্রের খবর, এই প্রতিনিধিদলের চেষ্টা হবে মার্কিন প্রেসিডেন্টের ‘দাবি’র প্রসঙ্গটি এড়িয়ে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে একঘরে করার উদ্যোগের উপরই জোর দেওয়া। 
এদিকে, বিদেশে গিয়ে সন্ত্রাসবাদ খতমের এই কর্মসূচিকে আদতে মোদি সরকারের প্রচার কৌশল বলেই বৃহস্পতিবার সমালোচনা চড়াল কংগ্রেস। দলের মুখপাত্র সাংসদ প্রণীতি সিন্ধে বললেন, এভাবে বিদেশে গিয়ে গিয়ে অপারেশনের সিন্দুরের প্রচারে আদতে নরেন্দ্র মোদি নিজের পাবলিসিটি করতে চাইছেন। সেনার বাহাদুরিকে কেন বড় করে প্রচারে আনা হচ্ছে না? কেন এখনও ধরা পড়েনি পহেলগাঁওয়ে হামলা চালানো চার জঙ্গি?  
একইভাবে সরাসরি নরেন্দ্র মোদিকে টার্গেট করে কংগ্রেসের মুখ্য মুখপাত্র জয়রামের প্রশ্ন, পহেলগাঁওয়ের জঙ্গিরা কীভাবেএখনও ঘুরে বেড়াচ্ছে? ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চ, ২০২৪ সালের অক্টোবরে গগনগির এবং গুলমার্গের হামলার পিছনে ওই জঙ্গিরাই জড়িত ছিল বলে খবর। তাহলে ১৮ মাস কী করে ওই জঙ্গিরা ঘুরছে? কেন প্রধানমন্ত্রী ডাকছেন না সবর্দলীয় বৈঠক? সংসদের বিশেষ অধিবেশন? গত ১১ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে মধ্যস্থতার দাবি করে চললেও কেন তা নিয়ে মুখ খুলছেন না মোদি?