বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রাতভর নবীন-প্রবীণের মহামিলন ডোভার লেন মিউজিক কনফারেন্সে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের মহোৎসব ‘‌দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স’। ৭৩ তম বর্ষে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ‘বর্তমান’। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি এবার সুযোগ পেয়েছিলেন বহু নবীন প্রতিভা। সেই তরুণ প্রজন্মকে ঘিরে প্রত্যাশাও ছিল অনেক। তারকাদের মাঝে সাফল্যের সঙ্গে নিজেদের স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন তাঁরা। 
চার রাত্রীব্যাপী এই সাঙ্গীতিক উৎসবের শুরু হয়েছিল ২২ জানুয়ারি। প্রথম দিনেই শ্রোতাদের মন জয় করে নেন আমান আলি বাঙ্গাশ। সেনিয়া বাঙ্গাশ ঘরানার এই সরোদশিল্পী পরিবেশন করেন রাগ শুদ্ধ গৌরী, ললিতা গৌরী, ললিতাধ্বনি, হংসধ্বনি, সরস্বতী ও নন্দকোশ। আলাপ থেকে শুরু করে বিভিন্ন তালের বন্দিশ— প্রত্যেক ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছেন।  দ্বিতীয় দিন সেতারে অনুপমা ভাগবত ছিলেন অনবদ্য। তবলায় সঙ্গত করেন এই প্রজন্মের প্রতিভাবান শিল্পী ঈশান ঘোষ। শেষ দিনে মুগ্ধ করেছেন সুজাত খান। অনুষ্ঠানের শেষ লগ্নে উস্তাদ বিলায়েত খান-পুত্রের সঙ্গে বাঁশিতে ছিলেন তরুণ শিল্পী অনির্বাণ রায়। দুর্দান্ত সেই যুগলবন্দি শুনতে শুনতে কখন যে ভোর হয়ে যায়, বুঝতে পারেননি শ্রোতারা। নবীন-প্রবীণের এই সহজ সহাবস্থান ডোভার লেনের অন্যতম প্রাপ্তি। এছাড়াও যন্ত্রসঙ্গীতে সকলকে মুগ্ধ করেছেন বিশ্বমোহন ভাট, জয়ন্তী কুমারেশ, প্রবীণ গোড়খিন্ডি ও ষড়জ গোড়খিন্ডি, সঞ্জয় ঘোষ, তরুণ ভট্টাচার্য, ফিল স্ক্রাফ প্রমুখ। 
পণ্ডিত উলহাস কাশালকরের কণ্ঠ ও পরিবেশন শৈলী সবসময় মনকে নাড়া দিয়ে যায়। এবারও তেমনই এক পরিবেশনা শ্রোতাদের উপহার দিয়েছেন বর্ষীয়ান শিল্পী। তাঁর সাবলীল স্বরবিস্তার ও তানকারিতে পরিপূর্ণতা লাভ করে রাগ যোগকোশ, কাফি কানাড়া, মালতি বসন্ত ও দেশ। কণ্ঠের জাদু দিয়ে সঙ্গীতমুখর শ্রোতাকে আনন্দ দিয়েছেন দুই নবীন প্রজন্মের দুই শিল্পী রোঙ্কিনী গুপ্ত ও অঙ্কিতা যোশি। সাবলীল গায়কির স্পর্শে প্রত্যেকটি বন্দিশ হয়ে উঠেছিল শ্রুতিনন্দন। এছাড়াও কণ্ঠসঙ্গীতে সকলকে আনন্দ দিয়েছেন সাজন মিশ্র, সন্দীপন সমাজপতি, কলাপিনি কোমকলি, ব্রিজভূষণ গোস্বামী প্রমুখ।
চার রাতের এই মহা আয়োজনে নৃত্য পরিবেশন করেছেন ডঃ ইলম ইন্দিরা দেবী, বৈদেহী কুলকার্নি, গীতা সিরিশা ও সুদীপ চক্রবর্তী। সব মিলিয়ে শীতের কলকাতাকে সুর-ছন্দে মাতিয়ে রাখল সঙ্গীতের এই মহাসম্মেলন।
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা