বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

১৬ হাজার কোটির বাণিজ্যের দিশায় মাইস কনক্লেভ

প্রীতেশ বসু, কলকাতা: দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এবং অত্যাধুনিক কয়েকটি পরিকাঠামো বর্তমানে বাংলায় রয়েছে। যার মধ্যে অন্যতম হল, কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহ, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। শুধু কলকাতাতেই নয়, দিঘায় অবস্থিত দিঘাশ্রী কনভেনশন সেন্টার, দুর্গাপুর, আসানসোল ছাড়াও উত্তরবঙ্গে একাধিক পরিকাঠামো গড়ে তুলেছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যের আর্থিক উন্নয়নের জন্য একাধিক বেসরকারি পরিকাঠামোও গড়ে উঠেছে রাজ্যজুড়ে। ফলে আন্তর্জাতিকস্তরের বৈঠক, কনফারেন্স, এক্সিবিশন বা কোনও ধরনের প্রদর্শনী আয়োজনের পীঠস্থান হয়ে উঠেছে এই রাজ্য। এই পরিকাঠামো কাজে লাগিয়ে পর্যটন শিল্পে বছরে কমপক্ষে ১৬ হাজার কোটি টাকার বাণিজ্য সুনিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করল নবান্ন। এর ইতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও। এই ধরণের পর্যটনক্ষেত্রকে বাণিজ্যিক পরিভাষায় ‘মাইস ট্যুরিজম’ বলা হয়। কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি দেশ বিদেশ থেকে আসা অতিথিরা ঘুরে দেখবেন শান্তিনিকেতন, সুন্দরবন সহ রাজ্যের অন্যান্য পর্যটনক্ষেত্র। এর জেরে বিশ্বের কাছে বাংলার পর্যটন সম্পর্কে ইতিবাচক ছবি ফুটে উঠবে। ব্যাপকভাবে বৃদ্ধি পাবে রাজস্ব আদায়ও। সেই লক্ষ্যেই রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে তিন দিনের ‘মাইস কনক্লেভ-২০২৫’ বসতে চলেছে কলকাতায়। থাকছে ইন্ডিয়ান কনফারেন্স প্রমোশন ব্যুরোও সহ একাধিক পর্যটন সংস্থা। যোগ দেবেন ১৩টি দেশের ২০ জন পর্যটন জগতের থিঙ্কট্যাঙ্ক ও মাইস টুরিজিমের লিডার সহ দেশ বিদেশের ১৫০ প্রতিনিধি। এই মহামঞ্চে শুধুমাত্র পর্যটনের ক্ষেত্রে আরও বিনিয়োগের লক্ষ্যে সাতটি গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হবে বলে সূত্রের খবর। 
প্রসঙ্গত মাইস ট্যুরিজমের উন্নয়নের লক্ষ্যে টাস্ক ফোর্সও গঠন করেছে রাজ্য। পদস্থ আধিকারিকদের পাশাপাশি পর্যটন বিশেষজ্ঞ ও শিল্পদ্যোগীরা আছেন। রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হোটেল অ্যান্ড রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুদেশ পোদ্দার সহ অন্যান্য শিল্পদ্যোগীরা। বিশেষজ্ঞদের তৈরি রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে এক সঙ্গে পাঁচ হাজার জন একসঙ্গে যোগ দিতে পারবেন এমন কনফারেন্স আয়োজনের পরিকাঠামো রয়েছে। হিসাব কষে দেখা গিয়েছে, ন্যূনতম ৫০০ জনের কনফারেন্স হলেও অন্তত তিন কোটি টাকার বাণিজ্য আসবে। সেই অনুযায়ী জিএসটি আদায়ও বৃদ্ধি পাবে। শুরুতে বছরে অন্তত যাতে ৫০টি বড় কনফারেন্স হয়, সেই টার্গেটই ধার্য করেছে রাজ্য। আগামী ২০ বছর এ ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ হবে। সরাসরি কনফারেন্স আয়োজনে চার হাজার ৭০০ কোটি এবং পরোক্ষভাবে পর্যটনকেন্দ্রে গিয়ে জিনিসপত্র কেনাবেচার মাধ্যমে আরও ১১ হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে ধরা হচ্ছে। ফলে রাজ্যের রাজস্বও বাড়বে। একই সঙ্গে উপকৃত হবে হোটেল, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, ট্যুর গাইড, কেটারিং সার্ভিস থেকে শুরু করে হস্তশিল্পীরা।
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা