কলকাতা

শেষ পাঁচ মাসে ৩ বার খুনের চেষ্টা! পুজোর ভাসানেও ছিল সুশান্তের উপর হামলার ছক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় শোরগোল পড়েছে। আপাতত এই ঘটনায় পুলিসের হাতে পাকড়াও তিন জন। আর তাঁদেরকে জেরা করতেই পুলিসের হাতে উঠে আসছে একের পর এক নয়া তথ্য। রবিবার জানা গিয়েছে, এই প্রথমবার নয়। গত পাঁচ মাস ধরে বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর একাধিকবার হামলার পরিকল্পনা করা হয়েছিল।
পুলিস সূত্রে খবর, জেরায় কসবা কাণ্ডের মূলচক্রী গুলজারের দাবি করেছে, গত পাঁচ মাস ধরে বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা চলছিল। এমনকী তাঁকে হত্যা করতে গত ৫ মাসে তিনবার যাবতীয় প্ল্যানিংও করা হয়েছিল। প্রথম হামলার ছক কষা হয়েছিল জুলাই মাসে। বিহার থেকে শহরে এক শুটারও চলে এসেছিল। কিন্তু সেই প্ল্যানিং ভেস্তে যায়। এরপর দ্বিতীয় হামলার পরিকল্পনা ছিল পুজোর সময়। ভাসানের দিন ভিড়ের মধ্যে গুলি চালিয়ে সুশান্তকে খুনের ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু তখন অল্পের জন্য বেঁচে যান সুকান্ত।
পাশাপাশি, পুলিসি জেরায় জানা গিয়েছে, কসবা কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দু’দিন আগে শহরে আনা হয়েছিল। ইকবাল ওরফে আফরোজ মারফত বিহার থেকে কলকাতায় ওই অস্ত্র ঢুকেছে বলে জেরায় দাবি করেছে ধৃত। ঘটনার আরও কোনও সূত্র জেরা মারফত উঠে আসে কিনা সেদিকে কড়া নজর রাখছে পুলিস।
 
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা